একাত্তরের গণহত্যা নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘বে অব ব্লাড’ কলকাতায় প্রদর্শিত
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে একাত্তরের গণহত্যা নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘বে অব ব্লাড’ কলকাতায় প্রদর্শিত হলো। শুক্রবার বিকেলে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় এই প্রামাণ্যচিত্র। এটি নির্মাণ করেছেন পরিচালক কৃষ্ণেন্দু বোস।
এই প্রামাণ্যচিত্র দেখার জন্য প্রেক্ষাগৃহজুড়ে ভিড় ছিল। অনেকেই আসন না পেয়ে বসে পড়েন প্রেক্ষাগৃহের খোলা জায়গায়। এই ছবির পরিচালক কৃষ্ণেন্দু বোস, প্রযোজক মধুরিমা বসু ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টার এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে বাংলাদেশের একাত্তরের গণহত্যার নানা চিত্র। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতার সাংস্কৃতিক অঙ্গনের বেশ কজন তারকা শিল্পী।
বাংলাদেশের গণহত্যার বিভিন্ন এলাকার নানা ছবিও দেখা গেছে এই প্রামাণ্যচিত্রে। দেড় ঘণ্টার এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ছবির পরিচালক প্রথম আলোকে বলেন, ‘আমি খুশি কলকাতার মানুষের এই ছবি দেখার আগ্রহ দেখে। ছবিটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হলেও আজ প্রথম প্রদর্শিত হলো কলকাতায়।’
ছবি: