সাদা কালো জীবন, আবেগ বেশি...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা—
১ / ৪
নতুন কোনো ছবির শুটিংয়ের খবরে নেই অপু বিশ্বাস। তবে জানিয়েছেন, একাধিক পরিচালকের কাছ থেকে সিনেমার প্রস্তাব ঠিকই পাচ্ছেন; কিন্তু মনের মতো গল্প পাচ্ছেন না বলে রাজি হচ্ছে না। একটু সময় নিয়ে নতুন কাজ শুরু করতে চান। তবে ফেসবুকে বেশ সরব এই নায়িকা। আজ মঙ্গলবার নতুন ফটোশুটের একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শাড়ি শুধু এটি পোশাক নয়, এটি ঐতিহ্য ও সংস্কৃতির একটা ক্যানভাস।’
২ / ৪
এই স্থিরচিত্রটি পোস্ট করে সজল লিখেছেন, ‘সাদা কালো জীবন। আবেগ বেশি, যান্ত্রিকতা কম। সুন্দর।’
৩ / ৪
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ছোটবেলায় আমার বোন এই সোয়েটারগুলো নিজের হাতে যে কী সুন্দর করে বানাইত। আব্বা, ভাইয়া, আমি, মিমি সবার জন‍্য। এটা অবশ‍্য কেনা। শীতের দুপুর মানেই ছিল কলোনির সব চাচি-বোনেরা মিলে মাঠে গোল করে বসে নানা রঙের সোয়েটার বানানো। নরম উলের মতো কী ঝলমলে ছিল দিনগুলো।’
৪ / ৪
চিত্রনায়ক রোশানের নতুন সিনেমা ‘মেকাপ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করেছেন রিয়েলি। নতুন ছবির শুটিংয়ের খবর না মিললেও কথাবার্তা চলছে একাধিক প্রযোজক ও পরিচালকের সঙ্গে। তবে এর মধ্যে নতুন একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্টে করে লিখেছেন, ‘মাঝেমধ্যে অল্প কিছুই সবকিছুর চেয়ে ভালো।’