গুঞ্জনটি নিছকই ভিত্তিহীন...
এনহাইপেন ব্যান্ডের দলনেতা জুংউনের সঙ্গে এসপা ব্যান্ডের গায়িকা উইন্টারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সিউলের একটি বারে তোলা দুজনের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে তাঁরা বলছেন, গুঞ্জনটি নিছকই ভিত্তিহীন।
উইন্টারের এজেন্সি এসএম এন্টারটেইনমেন্ট গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি চক্র ছবিটি ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুংউনের এজেন্সি বিলিফট ল্যাবও গুঞ্জনটি উড়িয়ে দিয়েছে। এজেন্সিটি লিখেছে, ‘আমাদের শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করে এমন কোনো ঘটনার বিরুদ্ধে আমরা সব সময়ই সোচ্চার থাকি।’
ঘটনার সূত্রপাত একটি ছবি নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সিউলের এক বারে তোলা দুজনকে দেখা গেছে। ছবিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জনটা চাউর হয়েছে। কেউ কেউ বলছেন, দুজন একসঙ্গে অন্তরঙ্গ সময় পার করছেন।
২০২০ সালে এসপা ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে অভিষেক ঘটে তরুণ গায়িকা উইন্টারের। ‘নেক্সট লেভেল’, ‘স্যাভেজ’, ‘স্পাইসি’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন উইন্টার।
গানে জুংউনেরও ২০২০ সালেই অভিষেক ঘটেছে। তিনি এনহাইপেন ব্যান্ডের দলনেতা।