শাবনূর, পরীমনি, আরিফিন শুভদের ঈদ

উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছোট ও বড় পর্দার তারকারাও। চলুন দেখে আসি কোন তারকা কী করছেন।
১ / ১০
পরিবার নিয়ে শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। ছেলে আইজান নেহানকে নিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই তারকা। নিজের ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। এই আনন্দময় উৎসব আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ এবং সমৃদ্ধি। ভালোবাসা ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের দেশ।’
২ / ১০
কানাডাপ্রবাসী সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলু তাঁর পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আপনি এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।’
৩ / ১০
অনেক দিন ধরে বড় পর্দায় নেই আরিফিন শুভর সিনেমা। তবে তিনি বলিউডের একটি কাজ নিয়ে ব্যস্ত আছেন। কবে তা মানুষ দেখতে পাবে, তা এখনো অজানা। এদিকে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অ্যাকশন, রোমান্স, ড্রামা সবই আছে এই ঈদে, ঈদ আনন্দ উপভোগ করুন পাশের সিনেমা হলে। শুভকামনা প্রতিটি নির্মাণের জন্য, আলোকিত হোক রুপালি পর্দার এই ঈদ।’
৪ / ১০
ঈদুল ফিতরের দিন ঘরে ফেরা মানুষের ভিড়ের এই স্থিরচিত্র পোস্ট করে অভিনয়শিল্পী শাহনাজ খুশি লিখেছেন, ‘সময়-সময় মানুষের অন্তরের আবেগ, তার শরীরের চেয়েও বড় হয়ে যায়। অন্য কারও কাছে এর মূল‍্য আছে কি নাই, তাতে কিচ্ছু আসে যায় না।’
৫ / ১০
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘চক্কর ৩০২’ ছবিটি। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান। ঈদে মুক্তি পাওয়া ৬টি ছবির একটি কোলাজ পোস্ট করে রওনক লিখেছেন, ‘আমরা কারও সাথে টক্করে নাই, আমরা আছি চক্কর-এ। সবাই হলে গিয়ে বাংলাদেশি সিনেমা দেখুন। “চক্কর ৩০২” সিনেমা টিমের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা ও ঈদ মোবারক।’
৬ / ১০
প্রথমবারের মতো বড় পর্দায় আসছে নিরব ও পরীমনি জুটি। ‘গোলাপ’ শিরোনামের সেই ছবির শুটিং এপ্রিলের তৃতীয় সপ্তাহে কুষ্টিয়া ও দিনাজপুরে শুরু হবে। টানা শুটিং করে ছবির কাজ শেষ করতে চান পরিচালক। শুটিং শুরুর আগে ছবিতে নায়ক-নায়িকার অভিনীত চরিত্র সম্পর্ক ধারণা দিতে পোস্টার প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সেই পোস্টার ফেসবুকে পোস্ট করে পরীমনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’
৭ / ১০
সংগীতশিল্পী বেলাল খান ঈদের দিন কাতারে একটি অনুষ্ঠানে গান গাইবেন। একই অনুষ্ঠানে গান গাইতে উড়াল দিয়েছেন মনির খান, আঁখি আলমগীরও। বিমানবন্দর থেকে ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। কাতার, আমরা আসছি আপনাদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে।’
৮ / ১০
‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন হিমেল আশরাফ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার খেতাব পায়। পরের বছর ‘রাজকুমার’ বানান তিনি। এই ছবিও প্রশংসিত হয়। নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। ফেসবুকে এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
৯ / ১০
পরিচালক রাফাত মজুমদার রিংকু তাঁর পরিচালিত নাটক ‘ভালোবাসার ক্যাকটাস’–এর একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক, প্রিয়জন নিয়ে কাটুক মধুর মুহূর্ত। ঈদের খুশিতে হৃদয় হোক আলোয় উদ্ভাসিত।’ ‘ভালোবাসার ক্যাকটাস’ নাটকটি গানচিল মিউজিক ইউটিউবে দেখা যাবে বলে জানান পরিচালক।
১০ / ১০
অভিনয়শিল্পী ও উপস্থাপক ইমতু রাতিশ বাবার সঙ্গে এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে এই মসজিদে নামাজে আসতাম, আজ বাবাকে সঙ্গে নিয়ে এলাম। বাবা-ছেলের ঈদ। আলহামদুলিল্লাহ।’