ফারিণ বললেন, ‘মানুষের মন্তব্য দেখে মনে হচ্ছে, পিকআপ না বউ লাগবে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা এখন থাকেন যুক্তরাষ্ট্রে। মাঝেমধ্যে দেশে বেড়াতে আসেন। এই তারকা স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘যদি কোনো মানুষ আপনার পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারে, তাহলে মানুষটা বদলে ফেলেন, নিজেকে থামাবেন না।’
২ / ৪
ঈদে মুক্তি পাচ্ছে তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এই ওয়েব ফিল্মে তাঁর সঙ্গে জুটি হয়েছেন অপূর্ব। গতকাল ‘হাউ সুইট’–এর ট্রেলার প্রকাশিত হয়েছে। অন্তর্জালে এটি নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে আজ বুধবার তাসনিয়া ফারিণ এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘মানুষের মন্তব্য দেখে মনে হচ্ছে, পিকআপ না বউ লাগবে।’
৩ / ৪
গায়িকা পুতুল দুটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোর সাথে সুর বাঁধতে গিয়ে, মন বেঁধেছি যেমন করে...।’
৪ / ৪
ঈদুল ফিতরে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। এরই মধ্যে শুরু করেছেন প্রচারণা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ শিরোনামের একটি নাটকের পোস্টার শেয়ার করে ফেসবুকে তৌসিফ লিখেছেন, ‘অচেনা দুটি মন, এক নতুন বন্ধনে…।’ এই নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নীহা।