শয্যাশায়ী ফারিয়া, পারছেন না নড়তেও
মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়াশোনা শেষে মালয়েশিয়া থেকে ফিরে এসে পুরোদস্তুর অভিনয়ে মনোযোগী হয়েছিলেন লাক্স তারকাখ্যাত ফারিয়া শাহরিন। দীর্ঘ বিরতির পর টানা দেড় মাসের শুটিংয়ে ভালোই ধকল গেছে তাঁর ওপর। হঠাৎ মাংসপেশিতেও ব্যথা শুরু হয়। ব্যথার মাত্রা বেশি হওয়ার কারণে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়ে দিয়েছেন, আপাতত কোনো কাজ নয়, বেশ কয়েকটা দিন শয্যাশায়ী থাকতে হবে। প্রথম আলোকে গতকাল শনিবার সন্ধ্যায় এমনটাই জানালেন ফারিয়া শাহরিন।
এদিকে মাংসপেশির ব্যথার কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতেও পারেননি বলে জানালেন ফারিয়া। ৩০ জানুয়ারি থেকে বিশ্রামে আছেন। ফারিয়া বলেন, ‘এক মাসে চারটি খণ্ড নাটক ও একটি ধারাবাহিক নাটকের শুটিং করলাম। অনেক দিন বিরতির পর টানা কাজ শুরুর কারণে এমনটা হয়েছে। তাই আপাতত শুটিং থেকে বিরতি।’
শয্যাশায়ী হওয়ার আগে ফারিয়া আরেকটি খণ্ড নাটকের এক দিনের শুটিং করেছেন, যেটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা। চিকিৎসক দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিলেও তত দিন মানতে পারছেন না ফারিয়া। ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং স্থগিত করে নয় দিনের মাথায় আবার কাজ শুরু করতে হবে। ফারিয়ার মতে, ‘আমার পরিচালক ফেঁসে যাবেন। বিশেষ করে ধারাবাহিক নাটকে সমস্যাটা বড় হবে। সহশিল্পীদের সঙ্গে পরে দিন-তারিখ ম্যানেজ করা কষ্টসাধ্য হবে। তাই একটু তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে হবে। যেসব কাজের কমিটমেন্ট দিয়েছি, তা শেষ করে দরকার হয় আবার বিশ্রামে যাব। আমার ব্যথার অবস্থা এমন, হাঁটতেও পারছি না, নড়াচড়াও করতে পারছি না। হঠাৎ শুটিংয়ের চাপ বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। চিকিৎসক ১৫ দিনের ওষুধ দিয়েছেন। দেখি বাকিটা কী হয়।’
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।