মিথিলার ‘আইরা আর মায়ের অভিযান’

মিথিলাছবি: প্রথম আলো

অভিনয়শিল্পী মিথিলার লেখা বই আগেও প্রকাশিত হয়েছে। সেসব বইয়ের বিষয় ছিল শিশুদের নিয়েই। এবারও বই লেখা শেষ করেছেন মিথিলা। শিগগিরই প্রকাশিত হবে এই বই। তবে অন্য বইয়ের চেয়ে এটি মিথিলার কাছে অনেক গুরুত্ব বহন করে। কারণ, বইটিতে উঠে আসবে তিনি ও তাঁর সন্তান আইরার ভ্রমণের গল্প।

মিথিলা

মিথিলার লেখা এই বইয়ের নাম দেওয়া হয়েছে ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের প্রথম বই ‘তানজানিয়া দ্বীপে’। এই বইয়ে উঠে আসবে মা-মেয়ের সম্পর্কের দৃঢ় বন্ধনের গল্পও। জানালেন মিথিলা।
মিথিলা বললেন, ‘আইরার তিন বছর বয়স থেকে আমি ও আইরা ভ্রমণ করি। এটা শুধুই আমার আর আইরার অভিযান। তানজানিয়ায় আইরা প্রথম গেছে মাত্র চার বছর বয়সে, এই বইয়ে সেই সময়ের গল্প উঠে এসেছে।’

মিথিলা জানালেন, এ বছরের বইমেলায় বইটি প্রকাশ করা হবে। শিশুদের জন্য বই লেখার প্রসঙ্গ উঠতেই সোমবার সকালে প্রথম আলোকে মিথিলা বলেন, ‘এর আগেও শিশুদের জন্য বই লিখেছি। যেটা ব্র্যাক প্রকাশ করেছে। কিন্তু এটা আমার স্বপ্নের একটি প্রজেক্ট। আমি সব সময় ভেবেছি, যে আইরা আর আমার ভ্রমণের গল্প নিয়ে বাচ্চাদের জন্য বই লিখব। যেন আমাদের গল্পগুলো অন্য সব মা–বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতে পারি। সেই স্বপ্নেরই পথে হাঁটা, বইটি প্রকাশের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হওয়া।’

অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি

কথায় কথায় মিথিলা এ–ও বলেন, ‘আমি তো শিশুদের নিয়ে কাজ করি। আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমার বিষয়। এই বিষয়ে মাস্টার্স করেছি, পিএইচডিও করছি। শিশুদের এবং অভিভাবকদের জন্য কাজ করা আমার প্রধান পেশা এবং নেশা। সেই বিষয় চিন্তা করে আমি ও আইরার অভিজ্ঞতাগুলো একেবারেই আলাদা। চাকরির পাশাপাশি নানা কারণে আমরা বিশ্বের অনেক স্থানে ঘুরে বেড়িয়েছি। আমরা যেসব জায়গা ঘুরে বেড়িয়েছি, সেখানে হয়তো অনেকেই যেতে পারে না। তাই মনে হয়েছে, আমরা আমাদের অভিজ্ঞতাগুলো অন্য সব মা–বাবা এবং শিশুদের সঙ্গে ভাগাভাগি করি। তারই প্রয়াস তানজানিয়া দ্বীপে বইটি।’

মিথিলা, তাঁর বোন মিশৌরী এবং কন্যা আইরা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত আছেন। শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয় মিথিলাকে। নানা অভিজ্ঞতার কথা বইয়ে তুলে ধরবেন তিনি।

বইটিকে ভ্রমণকাহিনি এবং একই সঙ্গে কমিকস বই বলছেন মিথিলা। তিনি বললেন, ভ্রমণকাহিনি বললে ভীষণ সিরিয়াস মনে হয়, তাই এই বই একাধারে ভ্রমণকাহিনি এবং অন্যদিকে কমিকস বলতেই  ভালোবাসি।’ বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। এই সংগঠনের উদ্যোগে আগামী বইমেলায় প্রথম প্রকাশিত হচ্ছে ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের প্রথম বই ‘তানজানিয়া দ্বীপে’।