বিচার না চাওয়া কিসের ইঙ্গিত, প্রশ্ন নির্মাতা আশফাক নিপুণের

পরিচালক আশফাক নিপুণ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এই যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েও মৃতের পরিবারের বিচার না চাওয়া—এসব কিসের ইঙ্গিত?—এমন প্রশ্ন তুলেছেন ওয়েব সিরিজ ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। সম্প্রতি তিনটি ঘটনায় পরিবারে সদস্যরা বিচার না চাওয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে খুন হন একজন মেয়ে। সেই সময়ই মেয়েটির বাবা বিচার চাননি। এ প্রসঙ্গে আশফাক নিপুণ তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, শুরু হয়েছিল খিলগাঁওয়ে এক অসহায় বাবার কন্যা হত্যার বিচার না চাওয়ার মধ্য দিয়ে। এরপর দ্বিতীয়জন নিউমার্কেট রণক্ষেত্রে চাপাতির নির্মম কোপ খেয়ে মৃত তরুণ নাহিদের পরিবার এবং তারপর তৃতীয়জন নিহত মুরসালিনের পরিবারের বিচার না চাওয়া দিয়ে পালাক্রম শুরু।

আশফাক নিপুণ মনে করেন, এই ঘটনা দেশের নাগরিক হিসেবে কাম্য নয়
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এই ঘটনা দেশের নাগরিক হিসেবে কাম্য নয়। এভাবে ঘটনাগুলো বেড়ে গেলে মানুষ বিচার চাওয়া ছেড়ে দেবে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে। বিচারহীনতা আর বিচারের দীর্ঘসূত্রতায় আস্থা হারিয়ে এই তিন পরিবারের মতো আরও অনেক অনেক মৃতের পরিবার বিচার চাওয়া ছেড়ে দেবে। আমি সরকারে থাকলে মোটেও কিন্তু স্বস্তিতে থাকতাম না। সাবধান হয়ে যেতাম। কারণ, সঠিক বিচার না পাওয়ার আশঙ্কায় বিচার না চাওয়ার এই পুঞ্জীভূত অসহায়ত্ব একদিন নিজের হাতে বিচার তুলে নেওয়ার আগ্রাসী সম্ভাবনাকেই ত্বরান্বিত করে। অসহায় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সামনে পাহাড় দিয়েও তাদের ঠেকিয়ে রাখা যায় না।

আশফাক নিপুণ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আশফাক নিপুণ লিখেছেন, রাষ্ট্রকে এই তিন নৃশংস হত্যার সঠিক (কুরাজনৈতিক না) বিচার করতে হবে অবিলম্বে, স্ব-উদ্যোগে। অবস্থা এখন এতটাই করুণ যে আক্রান্ত ব্যক্তি বিচারের কাছে নয়, বরং বিচারকেই আক্রান্ত ব্যক্তির কাছে এগিয়ে যেতে হবে। নাহলে যে বিচারের বাণী কাঁদে নিভৃতে, তার কান্নাকাটি বন্ধ করে ফাঁসি খাওয়াই ভালো।