‘বন্যা নিয়ে মন খারাপ করা সব খবর পাচ্ছি’
সিলেট বিভাগের বেশির ভাগ অংশই এখন বন্যাকবলিত। এসব অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরমে। এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিনোদনজগতের তারকারা।
তাহসান রহমান খান, গায়ক ও অভিনয়শিল্পী
সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, সেসব উদ্যোগের লিংক এই স্ট্যাটাসের মন্তব্য সেকশনে শেয়ার করতে পারেন। তাহসান শেয়ার করেছেন,‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’ দেশের যেকোনো বিপর্যয়ে, দুঃসময়ে টের পাই, বিপর্যস্ত-অসহায় মানুষের পাশে আসলে মানুষকেই দাঁড়াতে হয়। এগিয়ে আসতে হয় যার যার সাধ্যমতো। দুবছর আগে করোনার ভয়াবহ বাস্তবতায় ‘দেশ আমার দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে ‘সমন্বয়’ নামের গ্রুপটি খোলা হয়েছিল। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল সমন্বয়ের। আগ্রহী যে কেউ স্বাগত এই গ্রুপে। আগেও একবার বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সাড়া পেয়েছিলাম অভাবনীয়। সেই সাহসেই দ্বিতীয়বার দাঁড়াই করোনায় বিপর্যস্ত মানুষের পাশে। এবার সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশেও দাঁড়াবে সমন্বয়। যাঁরা সমন্বয়ের ওপর ভরসা করবেন, সমন্বয়ের এই উদ্যোগকে সমর্থন করবেন, সবাই সমন্বয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনুদান দিন। আপনাদের দেওয়া অনুদান আগামী ৫ জুলাই সমন্বয় টিম পৌঁছে দেবে বন্যাদুর্গত অভাবী মানুষের হাতে।
আবদুন নুর সজল, অভিনয়শিল্পী
স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত সুনামগঞ্জ। হাজার হাজার বসতবাড়ি পানির নিচে চলে গেছে, পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ। ফেসবুকের নিউজফিডে ভেসে বেড়ানো ছবি এবং ভিডিওগুলো যতবার চোখে পড়ছে, আঁতকে উঠছি বন্যার ভয়াবহতা দেখে। হু হু করে পানি ঢুকছে ঘরে, প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা মিলে আশ্রয় নিচ্ছেন ছাদে, কেউ বা বসতভিটা ছেড়ে পাড়ি জমাচ্ছেন অন্যত্র। খবরে পড়লাম, সুনামগঞ্জের ৯০ শতাংশ বাড়িঘর নাকি পানিতে নিমজ্জিত হয়েছে। মূল্যবান জিনিসপত্র বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে মানুষ। বিদ্যুৎ–সরবরাহ বন্ধ, মহাসড়ক পানিতে ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউইয়র্কে বসে সুনামগঞ্জ এবং সিলেটের বন্যা নিয়ে মন খারাপ করা সব খবর পাচ্ছি। এসব ছবি, ভিডিও কিংবা খবরও হয়তো বাস্তবের ভয়ংকর পরিস্থিতিটা বোঝাতে পারছে না পুরোপুরি। মানবেতর জীবনযাপন করছে বানভাসি সাধারণ মানুষ। তাদের নিরাপদ আশ্রয় দরকার, খাবার দরকার, দরকার আরও নানা ধরনের সাহায্য।
আশা করব, সুনামগঞ্জের দুর্গত মানুষের সাহায্যার্থে সরকার ত্বরিত ব্যবস্থা নেবে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করবে। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনকেও অবদান রাখতে হবে এই দুর্যোগে। সুনামগঞ্জ এবং সিলেট বাংলাদেশের অংশ, সেখানকার মানুষের বিপদ মানে গোটা বাংলাদেশের বিপদ। এই বিপদে আমরা সবাই সুনামগঞ্জ এবং সিলেটের পাশে আছি। বিপদাপন্ন মানুষগুলোর পাশে আমরা আমাদের সবটুকু সামর্থ দিয়ে পাশে দাঁড়াই, আমাদের রোজকার প্রার্থনায় রাখি তাদের।
জিয়াউল ফারুক অপূর্ব, অভিনয়শিল্পী
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মহান আল্লাহ আপনি সহায় হোন।
শবনম ফারিয়া, অভিনয়শিল্পী
সুনামগঞ্জ আমার জন্মস্থান। বাবার পোস্টিং ছিল সেখানে। যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি, কিন্তু কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।