দুদিন শুটিং করে এক দিন বিশ্রাম নিতে হয়

আনিসুর রহমান মিলন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফুসফুস ও হার্টের সমস্যা নিয়েই শুটিং করছেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। তবে চিকিৎসকের সব রকম পরামর্শ মেনে চলছেন তিনি। এ কারণে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় থেকে বিরত থাকছেন। এমনকি নতুন নাটক-সিনেমায় চুক্তির ক্ষেত্রেও শারীরিক অবস্থাকে বিবেচনা রাখতে হচ্ছে তাঁকে।

গত বছরের অক্টোবর মাসে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় মিলনের। তখন থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থা বিবেচনা করে প্রায় দেড় মাস বিশ্রাম নিয়েছেন। এরপর নভেম্বর মাসে শুটিংয়ে ফেরেন তিনি। শুটিংয়ে গিয়ে তিনি বুঝতে পারেন, আগের মতো দিনের পর দিন টানা শুটিং আর করতে পারবেন না। এখন দুদিন শুটিং করে এক দিন বিশ্রাম নিতে হয় তাঁকে। এভাবেই চলছে গত ৫ মাস। সেই সঙ্গে নিয়মিত চলছে ওষুধ। মিলন বলেন, ‘অসুস্থ হওয়ার পর থেকে আমার হার্ট এবং ফুসফুসে সমস্যা হয়েছে। ডাক্তারের কড়া নির্দেশ, ঝুঁকিপূর্ণ কিছু করা যাবে না। সিনেমায় আমরা মারপিটের দৃশ্যে অভিনয় করি।

অনেক মারপিট আছে হাইপার লেভেলের, যেটা একজন অভিনেতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে রকম মারপিটের দৃশ্য থেকে আপাতত দূরে থাকতে হবে। এসব দৃশ্য আর আমার শরীরের কন্ডিশনের উপযোগী না।’

খুব একটা মারামারির দৃশ্য নেই, সে রকম গল্পের চিত্রনাট্যেকে প্রাধান্য দিচ্ছেন মিলন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত কয়েক বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তাঁর হিসাব অনুযায়ী সেই সংখ্যা প্রায় ত্রিশের কাছাকাছি। এর মধ্যে ২৬টি ছবি মুক্তি পেয়েছে। চারটি ছবির শুটিং এখনো চলছে। মুক্তি পাওয়া বেশ কিছু ছবিতে তাঁকে মারপিটের দৃশ্যে দেখা গেছে। এখন চুক্তিবদ্ধ হওয়ার আগে ভালো করে চিত্রনাট্য পড়ে নিতে হচ্ছে মিলনকে। তিনি বলেন, ‘আমি যে রকম গল্পে কাজ করতে পারব, সেটা বেছেই অভিনয় করছি। খুব একটা মারামারির দৃশ্য নেই, সে রকম সামাজিক গল্পের চিত্রনাট্যে প্রাধান্য দিচ্ছি।’
সম্প্রতি ‘বরফ কলের গল্প’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিলন। ঈদকেন্দ্রিক কিছু কাজের প্রস্তাব পাচ্ছেন। সময়-সুযোগ বিবেচনায় ১২টি নাটকে কাজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঈদে প্রচারের জন্য ‘ঘোর’ নামে একটি নাটক পরিচালনাও করেছেন মিলন। ১০ মার্চ নাটকটির এক দিনের শুটিং শেষ হবে। সেখানে অভিনয় করেছেন মৌ ও জোভান আহমেদ।

আনিসুর রহমান মিলন
সংগৃহীত