ফারিয়া এবার আরজে

ইচ্ছে ডানা অনুষ্ঠানে শবনম ফারিয়া ও তাঁর অতিথি।  ছবি: সংগৃহীত
ইচ্ছে ডানা অনুষ্ঠানে শবনম ফারিয়া ও তাঁর অতিথি। ছবি: সংগৃহীত

শিশু, কিশোর ও বয়ঃসন্ধি পার করছে যারা, তাদের জন্য সচেতনতামূলক ধারাবাহিক ইচ্ছে ডানা নাটকে আরজে ফারিয়া চরিত্রে অভিনয় করেন শবনম ফারিয়া। নাটকটি প্রচারিত হচ্ছে দেশের পাঁচটি টেলিভিশন চ্যানেলে। এবার বাস্তবে আরজে ফারিয়া নামে রেডিও শো করছেন ছোট পর্দার এই অভিনেত্রী। ‘ইচ্ছে ডানা এফএম’ নামে স্বাধীন রেডিওতে এভাবে দেখা যাবে তাঁকে। সোমবার থেকে এর ধারণ শুরু হয়েছে। 

এবারই প্রথম রেডিওতে আরজে হিসেবে শো করছেন তিনি।

ফারিয়া বলেন, ‘এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। রেডিও শোগুলোতে আরজেরা প্রচুর কথা বলেন। আমি বাস্তবেও প্রচুর কথা বলতে পছন্দ করি। ভালোই লাগছে।’
অভিনয়টাই করতে চান ফারিয়া। উপস্থাপনা বা আরজে হিসেবে শো করার ইচ্ছা কোনো দিনই ছিল না। কিন্তু এবার কাজটি করছেন।
এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ইচ্ছা ডানা নাটকটির গল্পের মতোই এই শো জনসচেতনতামূলক । আমি এ ধরনের কাজ করতে চাই । আমার বাবা একজন ডাক্তার ছিলেন। মা এনজিওকর্মী ছিলেন। সুতরাং সেবা বা মানুষের সচেতনতামূলক কাজ করতে ভালো লাগে।’

ফারিয়া জানান, প্রতিদিন তিন-চারটি করে পর্ব ধারণ হচ্ছে। প্রতিটি পর্বে সচেতনতামূলক পরামর্শক হিসেবে কথা বলতে অতিথি হিসেবে থাকছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
ইউনিসেফ ও ইউএনএসপিওর সহযোগিতায় হচ্ছে এ শো। প্রতি বৃহস্পতিবার ৫টা থেকে প্রচারিত হবে এটি।