‘পোস্টমাস্টার’ নিয়ে আসছেন সৈয়দ সালাহউদ্দীন জাকী

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’–এর ছায়া অবলম্বনে গুণী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী নির্মাণ করছেন টেলিছবি ‘যা হারিয়ে যায়’। নাটকটিতে অভিনয় করেছেন তিন প্রজন্মের অভিনয়শিল্পী আফজাল হোসেন, ফখরুল বাসার, তুষার খান, গাজী আবদুন নূর ও ঝিলিক।

টেলিছবি ‘যা হারিয়ে যায়’ এর দৃশ্যে গাজী আবদুন নূর ও ঝিলিক
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে রতন চরিত্রটা মনে দাগ কেটে ছিল। সেই ভাবনা থেকেই আট বছর ধরে গল্পটির চিত্রনাট্য লিখছেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। নির্মাণ করার আগে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় তোতন। এই চরিত্রই মূল গল্পের রতনের ছায়া বহন করে আছে। মূল এই চরিত্রেই অভিনয় করছে ঝিলিক।

সালাহউদ্দীন জাকী বলেন, ‘শিশু অভিনেত্রীটিকে পাওয়ার পরে অবাক হয়ে যাই। ওকে নিয়ে গ্রুমিং করিয়েছি। চরিত্রটিকে রবীন্দ্রনাথ বুড়ি বলেই আখ্যায়িত করেছেন। আমার ভাবনায় ছিল বুড়িকে বুড়ি বুড়িই লাগতে হবে। না হলে তো আর জমল না। আমার তোতন ছিল খুবই পাকনা। রতন যেমনটি তেমনটিই ঝিলিকের মধ্যে পেয়েছি।’

টেলিছবি ‘যা হারিয়ে যায়’ এর দৃশ্যে আফজাল হোসেন ও সহশিল্পী
ছবি : সংগৃহীত

সালাহউদ্দীন জাকী বলেন, ‘এই সময়ে নতুনদের মধ্যে আমার কাছে মনে হয়েছে গাজী আবদুন নূর আমাদের ভালো একটি সম্পদ হতে যাচ্ছে। “পোস্টমাস্টার”–এর পোস্তবাবু চরিত্রে দারুণ অভিনয় করেছেন। পোস্টমাস্টার চরিত্রে তার বিকল্প নেই।’ পশ্চিমবঙ্গের সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের গাজী আবদুন নূর।

গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত নূর বলেন, ‘সালাহউদ্দীন জাকী, আফজাল হোসেনসহ এই নাটকে আরও গুণী মানুষ জড়িত ছিলেন। তাঁদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো অনেকটা ভাগ্যের ব্যাপার। তাঁদের সঙ্গে কাজ করে অনেক কিছু শেখা যায়। হুইলচেয়ারে শুটিং করতে এসেছিলেন জাকী স্যার। কিন্তু মানসিকভাবে তাঁর জোর দেখে মুগ্ধ হয়েছি। “পোস্টমাস্টার”–এর এই গল্প তিনি যে আঙ্গিকে ডালপালা ছড়িয়েছেন, সেটা দর্শককে মুগ্ধ করবে।’

টেলিছবি ‘যা হারিয়ে যায়’ এর দৃশ্যে গাজী আবদুন নূর ও ঝিলিক
ছবি : সংগৃহীত

নাটকে আফজাল হোসেন রবীন্দ্রবাউল। এই চরিত্র গল্পে নেই, নবসংযোজন। একাধিক রবীন্দ্রসংগীতে ঠোঁট মেলাবেন তিনি। তুষান খানকে নতুন করে দর্শক আবিষ্কার করবেন নীলকুঠির গোমস্তা চরিত্রে। মাসুম বাশারকে দেখা যাবে খল চরিত্রে।
নাটকটি শিগগির চ্যালেন আইতে প্রচারিত হবে।