‘সানসিল্ক ডিভাস’ আয়োজন থেকে পাওয়া গেল চার নারী ব্যান্ড শিল্পীকে। তাঁদের নিয়ে তৈরি হচ্ছে দেশের অল গার্ল প্রফেশনাল ব্যান্ড। এই চারজন হলেন অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ, সুনন্দা শারমিন ও ফেরদৌসী মৌমিতা। নারী ব্যান্ড শিল্পী খুঁজতে ‘সানসিল্ক ডিভাস’ রিয়েলিটি শোর আয়োজন করে যৌথভাবে সানসিল্ক ও ক্রেইন্স।
নতুন এই অল গার্ল ব্যান্ডটি সনি ডিএডিসির সঙ্গে দুটি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এ ছাড়া ব্যান্ডটি সুযোগ পাবে বলিউড সিনেমায় একটি গান গাওয়ারও। সম্প্রতি আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে প্রাইজমানির পাশাপাশি বিজয়ীদের হাতে দেওয়া হয় হোন্ডার পক্ষ থেকে নিউ ডিও স্কুটার এবং প্রথম ২০ জনের জন্য নকিয়া হ্যান্ডসেট। নতুন এই ব্যান্ডটি অনুষ্ঠানে আর্টসেলের সঙ্গে পারফর্ম করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসির ডিরেক্টর এবং হেড অব ইন্ডিয়া জজি মাম্মেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান এবং ক্রেইন্সের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান।