নিজের গল্পে নিজেই নায়ক
এক দশকের ক্যারিয়ারে আড়াই শর মতো চিত্রনাট্যে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নিজেই এবার চিত্রনাট্য লিখলেন ছোট পর্দার এই অভিনেতা। ‘আমার বার্থ ডে’ নামের নাটকটিতে তুলে ধরেছেন নিজের ও বন্ধুদের জীবনের কিছু মুহূর্ত।
বিভিন্ন সময় নাটকের গল্পের সারসংক্ষেপ শুনে নির্মাতাদের শিডিউল দিয়েছেন জোভান। কিন্তু শুটিংয়ের দিন ঘনিয়ে এলেও অধিকাংশ সময়ই চিত্রনাট্যের নাগাল আর পেতেন না। বারবার তাগাদা দিয়েও হতাশ হতে হয়েছে।
এই অভিনেতা কিছুটা অভিমান নিয়েই বলেন, ‘সারা পৃথিবীতে আগে চিত্রনাট্য পড়ে কাজের প্রস্তুতি শুরু হয়। আমাদের এখানে ভিন্ন চিত্র। দিচ্ছি দিচ্ছি করেই কাটিয়ে দেন নির্মাতা ও চিত্রনাট্যকার। বেশির ভাগ শুটিংয়ের একদিন আগে হাতে চিত্রনাট্য আসে। সেটা কখনো শুধুই লাইনআপ, থাকে না ডায়ালগ। কখনো আবার শুটিংয়ে গিয়ে সেটা ঠিকঠাক করে কাজ করতে হয়। এমন চিত্রনাট্যে কী প্রস্তুতি নেব। এ জন্য নিজেই নাটক লিখে অভিনয় করাকে আমার কাছে খারাপ মনে হয়নি।’
‘আমার বার্থ ডে’ নাটকটিতে তিনি নিজের ও বন্ধুদের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। সম্প্রতি তাঁর জন্মদিনের আয়োজন দেখেই গল্পটি মাথায় আসে। সেদিনই খসড়া লিখে রাখেন। চিত্রনাট্য একদিনে শেষ করলেও খসড়া করতে লেগেছে ১০ দিন। নিজের চিত্রনাট্যে শুটিংয়ের অভিজ্ঞতা কী? এই অভিনেতা বলেন, ‘আগে একটি চরিত্র বুঝে উঠতে সময় লাগত। এটায় আগে থেকেই আমি ইনভলভ থাকায় নির্মাতা না বললেও আমি জানি কী করতে হবে। আমার সহশিল্পী যিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তিনি কোনো বিষয়, ঘটনা বা চরিত্র ভুল বুঝে থাকলে ধরিয়ে দেওয়া যায়। কিছু কিছু জায়গায় আমি বুঝিয়েও দিয়েছি। কাজটিতে আমাদের সবার অংশগ্রহণ রয়েছে। এই অভিজ্ঞতাগুলো আগে কখনো হয়নি। ভালো লেগেছে নিজের লেখা চিত্রনাট্যে কাজটি করে।’
শেষে জোভান জানালেন, আরও অনেক নাটকের প্লট মাথায় আছে। নাটকটি দর্শক পছন্দ করলে নিয়মিত নাটক লিখবেন তিনি।
কমেডি ও রোমান্টিক ঘরানার নাটকটি আসলে ২৫ বছরের প্রাণবন্ত এক ছেলের গল্প। যে তার জন্মদিনটি নিয়ে খুবই আগ্রহী। পুরো মহল্লার বন্ধু ও পরিচিতজনদের আমন্ত্রণ জানায়। এর মধ্যেই হঠাৎ একটি ঘটনা সবকিছু এলোমেলো করে দেয়। নাটকে জোভানের সহ–অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, অনিক। পরিচালনা করেছেন শহীদ উন নবী।