জয়ের কর্মকাণ্ড অশ্লীল ও বিব্রতকর: শেলী মান্না

একটি টিভি অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয় উপস্থাপক জয় ও শেলী মান্নার অভিযোগ ও পাল্টা অভিযোগ। অনুষ্ঠানের একটি পর্বে কেবিন ক্রুদের প্রেম ও বিদেশ থেকে কেনা জিনিসপত্র দেশে এনে বিক্রি করা প্রসঙ্গে অতিথিকে প্রশ্ন করেন জয়, যা মেনে নিতে পারেননি প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্রের কর্ণধার ও কেবিন ক্রু হিসেবে কর্মরত শেলী মান্না। ক্ষুব্ধ হয়ে ফেসবুকে এ নিয়ে প্রতিবাদও করেন তিনি। সেখানে সাত দিনের মধ্যে জয়কে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জয় ক্ষমা না চাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠান তিনি। সেই চিঠির ভাষাকে অশ্লীল বলার প্রতিবাদ করেছেন শেলী মান্না।

শেলী মান্না ও জয়সংগৃহীত

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কর্মকাণ্ডকে অশ্লীল এবং বিব্রতকর বলে মন্তব্য করেছেন প্রয়াত ঢালিউড তারকা নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। জয়ের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসা এক বিমান কর্মকর্তাকে বিব্রতকর প্রশ্ন করা হলে শেলী এর প্রতিবাদ করেন। এমনকি জয়কে জনসমক্ষে ক্ষমা চাইতে চিঠিও পাঠান তিনি। সেই চিঠির ভাষাকে ‘অশালীন’ দাবি করায় জয়ের কর্মকাণ্ডকেই বিব্রতকর বলে মত দিয়েছেন শেলী মান্না।

শেলী মান্না
সংগৃহীত

শেলী মান্না জানান, জয় তারকাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের তাঁর অনুষ্ঠানে ডেকে অযাচিত প্রশ্ন করেন। শিল্পী হয়ে তিনি অন্য শিল্পীদের অসম্মান করেন। তিনি বলেন, ‘তাঁর (জয়ের) কাজ শুধু নেগেটিভ প্রশ্ন করা। এ জন্য তিনি বেছে নেন সেলিব্রিটিদের। তিনি কোনো গেস্টকে এভাবে অসম্মান করতে পারেন না।’ চিঠির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চিঠিতে অশালীন কিছু নেই। তাঁর অনুষ্ঠানে অনেক তারকাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, ছোট করা হয়। পজিটিভ ব্যাপারগুলো তিনি জানতে চান না, শুধু নেগেটিভ বিষয় দিয়ে মানুষকে এন্টারটেইন করাতে চান।’ তিনি বলেন, ‘সব জায়গার কিছু নিয়মনীতি আছে। কেউ চাইলেই নিজের ইচ্ছামতো যা খুশি তা–ই করতে পারেন না। তাঁর অনুষ্ঠানের সেন্সর হওয়া দরকার। তিনি কোনো সম্প্রদায়কে আক্রমণ করতে পারেন না। এতে তাঁরই সুনাম নষ্ট হচ্ছে।’

শেলী মান্নার চিঠি পাওয়ার পর জয় প্রথম আলোকে বলেছিলেন, ‘শেলী ভাবি জ্ঞানী মানুষ। আমরা তাঁকে বাড়তি জ্ঞান দিতে চাই না। আমার ধারণা, তাঁকে জ্ঞান দেওয়ার অনেক লোক আছেন। আমি শুধু বলতে চাই, আপনি অযথাই বিষয়টিকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনার থামা উচিত।’ এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘আমাকে জ্ঞান দিতে হবে কেন! তিনি কি মনে করেন আমার নিজস্ব কোনো চিন্তাচেতনা নেই? আমার প্রশ্ন, জয় সাহেব, আমি কোন জায়গায় থামব? তাঁকে বলতে চাই, আপনি থামুন। নেগেটিভ বিষয়গুলো উন্মোচন করা বন্ধ করুন। আপনি মানুষের সম্মান ধূলিসাৎ করে এ রকম অনুষ্ঠান করতে পারেন না। ছোট বিষয়কে অতিরঞ্জিত করে টিআরপি বাড়াতে পারেন না। এটা মানহানিকর।’

আরও পড়ুন
শাহরিয়ার নাজিম জয়
সংগৃহীত
জীবনে অনেক ইতিবাচক দিক রয়েছে। ইতিবাচক ও নেতিবাচক এই দুটো দিক নিয়েই এই জগতের মানুষেরা প্রকৃতির এক অমোঘ নিয়মে পরিচালিত হচ্ছে। তাই নেগেটিভ বিষয়টি মিনিমাইজ করে চলাটাই উত্তম। আপনার নিজের জীবন ও সংসারে কি সমস্ত নেতিবাচক বিষয়গুলো বর্জন করতে পেরেছেন? কোন মানুষই পারে না।
শেলী মান্না

জয়ের অনুষ্ঠানে গিয়ে হয়রানির শিকার না হতে শিল্পীসমাজের কাছে অনুরোধ করে শেলী মান্না বলেন, ‘আপনারা বিতর্কিত হবেন না, প্রতিবাদ করুন। ব্যক্তিগত আক্রমণ করলে মাঝপথে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। নিজের সম্মান নষ্ট হতে দেবেন না।’ তিনি আরও বলেন, ‘তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছি। তারাও আমার আপনজন। জানি না, তারা কী করবে। তারা যদি চায়, এর একটি সুষ্ঠু সমাধান হতে পারে। এখনো তিন দিন সময় আছে, দেখা যাক কী হয়।’

‘জীবনের গল্প’ নামে একটি টিভি অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয় উপস্থাপক জয় ও শেলী মান্নার অভিযোগ ও পাল্টা অভিযোগ। অনুষ্ঠানের একটি পর্বে কেবিন ক্রুদের প্রেম ও বিদেশ থেকে কেনা জিনিসপত্র দেশে এনে বিক্রি করা প্রসঙ্গে অতিথিকে প্রশ্ন করেন জয়, যা মেনে নিতে পারেননি প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্রের কর্ণধার ও কেবিন ক্রু হিসেবে কর্মরত শেলী মান্না। ক্ষুব্ধ হয়ে ফেসবুকে এ নিয়ে প্রতিবাদও করেন তিনি। সেখানে সাত দিনের মধ্যে জয়কে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জয় ক্ষমা না চাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠান তিনি।