চরকি আনছে তারকাবহুল ‘মরীচিকা’

আফরান নিশো, সিয়াম ও মাহিয়া মাহিকোলাজ

দেশের বিনোদনের জগতে যোগ হতে যাচ্ছে নতুন ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ‘চরকি’। শুরুতেই তারকাবহুল সব আয়োজন নিয়ে প্রস্তুত হচ্ছে তারা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, কয়েক দিন ধরে বিনোদনপ্রেমীদের মধ্যে ঘুরেফিরে শোনা যাচ্ছে চরকির প্রথম ওয়েব সিরিজ মরীচিকার নাম। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় তারকাবহুল এই প্রযোজনায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, আফরান নিশো ও জোভান। শিহাব শাহীনের ফেসবুক পাতায় পোস্ট করা একটি ছবি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রেন্ড’ করতে থাকে মরীচিকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রযোজক রেদওয়ান রনি ও পরিচালক শিহাব শাহীন
প্রথম আলো

মরীচিকা ঘিরে নানা দিক থেকে শোনা যাচ্ছে নানা কথা। বলা হচ্ছে, ওয়েব সিরিজটি একজন মডেল হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কিন্তু নির্মাতা নিশ্চিত করেছেন, ওয়েব সিরিজের গল্প ও চরিত্রগুলো একেবারেই কাল্পনিক। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, ১৮ বছর আগে এক আলোচিত মডেলের হত্যারহস্য নিয়ে মরীচিকার গল্প। কিন্তু আদতে এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। শিহাব শাহীন বলেন, এর সঙ্গে কেউ যদি বাস্তবের কোনো মিল পান, সেটা হবে সম্পূর্ণ কাকতাল। মরীচিকা নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘চরকির ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। বাংলা ভাষাভাষীদের নেটফ্লিক্স হতে যাচ্ছে এটি। ভালো কাজ সবার সামনে তুলে ধরার ধারা অব্যাহত রাখলে বাংলাদেশের দর্শকদের জন্য চরকি হবে সবচেয়ে আস্থার প্ল্যাটফর্ম। চরকির প্রথম প্রযোজনা মরীচিকার নির্মাণের সঙ্গে থাকতে পেরে গর্বই হচ্ছে। কাজটি নিয়ে আমি এক্সাইটেড। কারণ, এই সিরিজের প্রত্যেক শিল্পীই সু–অভিনেতা।’

চরকির ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। বাংলা ভাষাভাষীদের নেটফ্লিক্স হতে যাচ্ছে এটি। ভালো কাজ সবার সামনে তুলে ধরার ধারা অব্যাহত রাখলে বাংলাদেশের দর্শকদের জন্য চরকি হবে সবচেয়ে আস্থার প্ল্যাটফর্ম। চরকির প্রথম প্রযোজনা মরীচিকার নির্মাণের সঙ্গে থাকতে পেরে গর্বই হচ্ছে। কাজটি নিয়ে আমি এক্সাইটেড। কারণ, এই সিরিজের প্রত্যেক শিল্পীই সু–অভিনেতা।
শিহাব শাহীন, নির্মাতা
সিয়াম আহমেদ
ইনস্টাগ্রাম

ওয়েব সিরিজের শুটিং শুরু হয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এতে সিয়াম আহমেদ অভিনয় করছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এরই মধ্যে দুদিন শুটিংয়ে যোগ দিয়েছেন। ওয়েব সিরিজে সিয়ামের অভিষেক হতে যাচ্ছে মরীচিকার মধ্য দিয়ে। চরকির এই প্রথম প্রযোজনা নিয়ে তিনি বলেন, ‘আমি সাধারণত সবার আগে একটি প্রযোজনায় গল্পটা দেখি। নির্মাতার মুখ থেকে শুনি গল্পটা। কিন্তু যখন জানলাম এটি থ্রিলার, তখন নিজেই স্ক্রিপ্টটা পড়ে ফেললাম। পড়ামাত্রই মনে হলো, এই কাজে আমার থাকতে হবে। তা ছাড়া নির্মাতা শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে অভিনয়জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। অভিনেতা হিসেবে প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছি তাঁর পরিচালিত জ্যাকসন বিল্লাল নাটক দিয়ে। অন্যদিকে এর প্রযোজক রেদওয়ান রনি ভাই হলেন আমার প্রথম ডিরেক্টর। আরও আছে। আমি আফরান নিশো ও মাহিয়া মাহির সঙ্গে কাজ করলাম প্রথমবারের মতো, জোভানের সঙ্গে পাঁচ-ছয় বছর পর। সব মিলিয়ে মরীচিকা আমার জন্য ভীষণ স্পেশাল একটি প্রযোজনা।’

আফরান নিশো ও মাহিয়া মাহিও মরীচিকা নিয়ে ওয়েব সিরিজে প্রথমবারের মতো কাজ করছেন। এই প্রযোজনায় কাজের অভিজ্ঞতা নিয়ে মাহি বলেন, ‘এই সিরিজের কাস্টিংটা খুবই স্পেশাল। তবে শুরুতে আমি এটা জানতাম না। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল শিহাব শাহীন একটি ওয়েব সিরিজ বানাবেন, সেটায় অভিনয় করা। কারণ, আমি জানতাম, তাঁর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে আমি নিজেকে ভেঙে আবার নতুন করে শিল্পী হিসেবে তুলে ধরার সুযোগ পাব। গল্পটা শুনেই আমি মরীচিকার জন্য রাজি হয়ে যাই। আর তার ওপর চরকির প্রথম প্রযোজনায় আমার থাকতে পারা তো আরেকটি বিশেষ প্রাপ্তি। তাই সব মিলিয়ে মরীচিকা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও মরীচিকার প্রযোজক হিসেবে প্রথম আলোকে রনি বলেন, ‘বাংলা কনটেন্টের রুচিশীল প্ল্যাটফর্ম হিসেবে সবার সামনে আসতে যাচ্ছি আমরা। দর্শক নতুন বছর শুরু করতে পারবে চরকির ফিল্ম, ফান, ফুর্তিতে।’
মাহিয়া মাহি
প্রথম আলো

এদিকে ১ অক্টোবর বাবা হারিয়েছেন অভিনেতা আফরান নিশো। ফুসফুসের ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি। অক্টোবরে শুরুতে মরীচিকার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল নিশোর। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শুটিং কিছুদিন পেছানো হয়। তবে শিগগিরই সেটে ফিরবেন তিনি। যোগাযোগ করা হলে নিশো বলেন, ‘একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। ভালো থাকার চেষ্টা করলেও মনে মনে বাবার কথা মনে পড়ছে। কিন্তু এরপরও চেষ্টা করব চরিত্রকে সর্বোচ্চভাবে তুলে ধরতে।’

আফরান নিশো
প্রথম আলো
একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। ভালো থাকার চেষ্টা করলেও মনে মনে বাবার কথা মনে পড়ছে। কিন্তু এরপরও চেষ্টা করব চরিত্রকে সর্বোচ্চভাবে তুলে ধরতে।
আফরান নিশো, অভিনেতা

বাংলা সিরিজ, চলচ্চিত্র ও বিনোদনমূলক অনুষ্ঠানের নতুন অনলাইন প্ল্যাটফর্ম চরকির জন্য শুভকামনা জানান মরীচিকার নির্মাতা ও শিল্পীরা। এখনো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা না আসায় চরকি নিয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা। এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও মরীচিকার প্রযোজক হিসেবে প্রথম আলোকে রনি বলেন, ‘বাংলা কনটেন্টের রুচিশীল প্ল্যাটফর্ম হিসেবে সবার সামনে আসতে যাচ্ছি আমরা। দর্শক নতুন বছর শুরু করতে পারবে চরকির ফিল্ম, ফান, ফুর্তিতে।’ জানা গেছে, চরকি আগামী বছরের শুরুর দিন থেকেই আত্মপ্রকাশ করতে পারে। আর উদ্বোধনী ধাপে প্ল্যাটফর্মটি নিয়ে আসবে গুণী নির্মাতাদের নির্মাণে তারকাবহুল সব ওয়েব সিরিজ, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য এবং কিছু আলোচিত সিনেমাও। এর কিছু কনটেন্ট দেখা যাবে বিনা মূল্যে, কিছু দেখার জন্য নিতে হবে সাবস্ক্রিপশন। তবে আসছে সময়ে এ সবকিছুরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে চরকি। তার আগ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে অধীর আগ্রহে।