২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘এই, হাত ধরবে না’

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১-এ বরাবরের মতোই অন্যতম আকর্ষণ ছিল লালগালিচা। দেশের বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল পুরো আয়োজন। শুক্রবার সন্ধ্যায়ও লালগালিচায় ঘটে মজার সব ঘটনা। সে রকম কিছু ঘটনা পাঠকদের জন্য তুলে ধরা হলো। লাগগালিচা পর্ব-৪
লালগালিচার ফার্স্ট বয় খুরশিদ আলম

লালগালিচার ফার্স্ট বয়
অতিথিদের মধ্যে সবার আগে লালগালিচায় পাওয়া যায় শিল্পী খুরশীদ আলমকে। সবার অলক্ষ্যে মাস্ক পরে তিনি ঢুকে পড়ছিলেন মিলনায়তনে। এত বড় একজন শিল্পী, তাঁর ছবি তোলা হবে না, তা কি হয়? ছবি তোলার জন্য দাঁড়াতে অনুরোধ করতেই তিনি বললেন, ‘এত ছবি দিয়ে কী হবে, অন্যদিন’, বলতে বলতেই ফার্স্ট বয়ের মতো তিনি ঢুকে পড়লেন ভেতরে।

অভিনয়শিল্পী রহমত আলী ও তাঁর স্ত্রী ওয়াহিদা মল্লিক জলি

হাত ধরবে না?
গাড়ি থেকে নেমে লালগালিচায় এলেন অভিনয়শিল্পী রহমত আলী। পেছনে তাকিয়ে বললেন, ‘কোথায় তুমি?’ তাঁর পাশে এসে দাঁড়ান স্ত্রী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। ততক্ষণে শুরু হয়ে গেছে ছবি তোলা। রহমত আলী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ‘এই, হাত ধরবে না?’ স্বামীর দিকে তাকিয়ে জলি বললেন, ‘আমাদেরও হাত ধরতে হবে।’

গায়িকা আগে, নাকি নায়ক আগে

গায়িকা আগে, নাকি নায়ক আগে
লালগালিচায় একসঙ্গে এসে দাঁড়ান তারকা দম্পতি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর। শুরু হয় ছবি তোলার পালা। এগিয়ে যাওয়ার সময় আলমগীর স্ত্রীকে বলেন, ‘তুমি আগে যাও।’ এরপর দুজন দুজনের মুখের দিকে তাকান। এমন একটি মুহূর্তে ধরা পড়লেন এই তারকা দম্পতি।

বাবা সুব্রত ও মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি

এবার আব্বুর সঙ্গে ছবি তোলেন
লালগালিচায় একসঙ্গে হাঁটলেন বাবা সুব্রত ও মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। ছবি তোলা প্রায় শেষ। বাবা অপেক্ষা করছিলেন মেয়ের জন্য। দীঘি কিছুটা এগিয়ে আবার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এবার আব্বুর সঙ্গে ছবি তোলেন। ক্যামেরায় ধরা পড়লেন বাবা-মেয়ে।

গ্রন্থনা: মনজুরুল আলম