২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আবার খেলা হবে

খেলাকে ঘিরে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’ছবি: ইনস্টাগ্রাম

মাঠের খেলাকে কেন্দ্র করে মাঠের বাইরে চলে অনেক ধরনের নোংরা খেলা। যে খেলার মূল কুশীলব জুয়াড়ি, রাজনীতিবিদ, আমলা, করপোরেট দুনিয়ার কেউকেটারা। মাঠের খেলায় কী হবে, আগেভাগেই নির্ধারণ হয়ে যায় জুয়াড়িদের আসরে কিংবা ক্ষমতা ও রাজনীতির দাবার কোর্টে। তাঁদের কলকাঠি সঞ্চালনে জেতা ম্যাচও হেরে যায় যোগ্য দল। দেখলে মনে হয়, ইচ্ছা করে হারল নাকি? জুয়াড়িদের প্ররোচনায় ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে ক্যারিয়ারও বিসর্জন দিতে বাধ্য হন অনেক জনপ্রিয় খেলোয়াড়।

রিচা চাড্ডা, এ সিরিজে যিনি মুম্বাই মেভেরিকসের মালিক, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারের দিকে এখন তাঁর নজর
ছবি: ইনস্টাগ্রাম

খেলাকে ঘিরে মাঠের বাইরের এসব কর্মকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’। প্রেক্ষাপট খেলা হলেও উঠে এসেছে প্রেম, অর্থ, জুয়া, মাদক, যৌনতা, ক্ষমতা ও রাজনীতির মতো বিষয়। একটি ফ্র্যাঞ্চাইজি লিগকে ঘিরে এ সিরিজ। যার নাম পাওয়ারপ্লে লিগ। সেখানে মুম্বাই মেভেরিকস একটি দল। প্রথম ও দ্বিতীয় সিজনজুড়ে চলে এ লিগকে ঘিরে রাজনীতি, ক্ষমতা আর দ্বন্দ্বের খেলা। মাঠে খেলাই যে আসল খেলা নয়, এ সংলাপে মেলে তার প্রমাণ, ‘এ খেলা এমন লোকেরা চালায়, যারা এ খেলা জানেই না। রাজনীতিবিদ, আমলার পরে এখন আসছে সিনেমার তারকা। এদের অধীনেই আমার পুরো ক্যারিয়ারটা শেষ হয়েছে।’

ট্রেলার দেখে বোঝা গেল, এবার আর লিগ পর্যায়ে নেই সিরিজের গল্প
ছবি: ইনস্টাগ্রাম

সিরিজটির পেছনে আছেন করণ অংশুমান। বলিউড তারকাও আছেন বেশ কয়েকজন। বিবেক ওবেরয়, রিচা চাড্ডা, সিদ্ধান্ত চতুর্বেদী, অঙ্গদ বেদি, আমির বশিরের নাম বলা যায়। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ফারহান আখতার।
২০১৮ সালে ইন্টারন্যাশনাল এমিতে মনোনয়ন পেয়েছিল এ সিরিজ। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটির তৃতীয় মৌসুম আসছে আজ।

একটি ফ্র্যাঞ্চাইজি লিগকে ঘিরে এ সিরিজ
ছবি: ইনস্টাগ্রাম

ট্রেলার দেখে বোঝা গেল, এবার আর লিগ পর্যায়ে নেই সিরিজের গল্প। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত। তাতে কে জিতবে, এটাই হওয়া উচিত ছিল মূল আকর্ষণ। তবে সেটি নয়, আকর্ষণ হলো এ সিরিজ দিয়ে ভাগ্য বদল হতে যাচ্ছে কার? রিচা চাড্ডা, এ সিরিজে যিনি মুম্বাই মেভেরিকসের মালিক, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারের দিকে এখন তাঁর নজর। এবারও তাই শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও খেলা হবে।