অসম প্রেমের গল্পে মৌ
অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ একসঙ্গে বেশি নাটকে অভিনয় করেননি। সর্বশেষ তাঁদের চার বছর আগে একটি নাটকে দেখা গেছে। এবার এই অভিনয়শিল্পীদের একসঙ্গে দেখা যাবে। নাটকটিতে মৌকে দেখা যাবে তাঁর থেকেও কম বয়সী একটি ছেলের সঙ্গে প্রেম করতে। তবে অভিনয়ের পাশাপাশি এই নাটকটি পরিচালনা করছেন মিলন।
নাটকের নাম ‘ঘোর’। দীর্ঘদিন পরে একসঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে মিলন বলেন, ‘চিত্রনাট্য পাঠানোর পর থেকেই মৌ আপা নানান পরামর্শ দিয়েছেন। কাজটি নিয়ে খুবই উৎসাহী ছিলেন তিনি। গল্পের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও তাঁর আলাদা চেষ্টা ছিল। কস্টিউম নিয়েও ভেবেছেন তিনি। প্রায়ই শোনা যায়, অনেক অভিনয়শিল্পী দেরি করে শুটিং সেটে আসেন। কিন্তু তিনি ঠিক সময়ে শুটিং সেটে হাজির হয়েছেন।
মিলন বলেন, ‘মৌ আপা যেভাবে কাজে সহযোগিতা করেছেন, এতে আমি মুগ্ধ। তিনি অনেক বেশি কো–অপারেটিভ। আমার মনে হয়েছে, বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য মৌ আপার মতো অভিনেত্রীকে দরকার। তিনি নিয়মিত অভিনয় করলে আমাদের নাটক আরও বেশি সমৃদ্ধ হবে।’
নাটকের গল্পে মৌকে দেখা যাবে একটি ফ্যাশন হাউসের কর্ণধার হিসেবে। নাটকে তিনি তাঁর থেকে কম বয়সী একটি ছেলের প্রেমে পড়বেন। মিলন বলেন, ‘আগে একসঙ্গে আমরা অভিনয় করেছি। এবার আমি ক্যামেরার পেছনে থেকে তাঁর অভিনয় দেখেছি। সব মিলিয়ে চরিত্রটিতে মৌ আপার অভিনয় ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে।’
এই নাটক দিয়ে এক বছর পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌ।
অভিনয় মিলনের পেশা হলেও বিভিন্ন উৎসবকেন্দ্রিক নাটক বানানোর চেষ্টা করেন। তিনি পরিচালনায় বেশ আনন্দ পান। এটা তাঁর অভিনয়ে অনেক সহযোগিতা করে। নিজের ভুলগুলো বুঝতে পারেন।
জানালেন, তিনি দুই মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কয়েক বছর ধরে বিশেষ দিবসে নাটক নির্মাণ করছেন। তবে সমস্যায় পড়তে হয় নাটকের বাজেট নিয়ে। মিলন বলেন, ‘আমি দুই দিনে নাটকটি বানাতে পারিনি। এখন আরও এক দিন লাগবে। এ জন্য আমার অলরেডি ক্ষতি হয়ে গেছে।’
এবার দুটি নাটক নির্মাণ করবেন তিনি। নাটকগুলো ঈদে প্রচারিত হওয়ার কথা।
নাটকটির সম্প্রতি দুই দিনের শুটিং শেষ হয়েছে, আরও এক দিন শুটিং হবে। এতে আরও অভিনয় করেছেন জোভান আহমেদ। পরিচালক নিজেই রচনা করেছেন নাটকটি। তাঁর ইচ্ছে আছে চলচ্চিত্র নির্মাণ করার। ইতিমধ্যে চলচ্চিত্রের গল্পও ভেবেছেন তিনি।