ঈদের পঞ্চম দিন: বৈশাখী, দীপ্ত ও নাগরিক টিভিতে যা যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে বৈশাখী, দীপ্ত ও নাগরিক টিভিতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘আমি মানুষ’। অভিনয়ে আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘পাঁচ টন’। অভিনয়ে মাসুদ রানা মিঠু, ফারজানা আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সাহেব বিবি গোলাম’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘বরযাত্রী’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিনা তিশা। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কুবের মাঝি’। অভিনয়ে শিপন মিত্র, আঁচল আঁখি। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক ‘প্রথম প্রেম’। অভিনয়ে নিলয়, সাফা কবির। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘সিঁড়ি’। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ।
দীপ্ত
বিকেল ৪টায় টেলিফিল্ম ‘দই’। অভিনয়ে পারসা ইভানা, পলাশ। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বিজলী’। অভিনয়ে কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু। রাত ৮টায় একক নাটক ‘মৎস্যকন্যা’। অভিনয়ে সাবিলা নূর, ফজলুর রহমান বাবু। রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘বালকদলের কাণ্ড’। অভিনয়ে জোভান, নাবিলা ইসলাম।
রাত ১০টা ৫ মিনিটে একক নাটক ‘চাকরি কোনো ব্যাপার না’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ডেলিভারি গার্ল’। অভিনয়ে নিলয়, হিমি।
নাগরিক
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘প্রেমিকা এখন হোস্টেলে’। অভিনয়ে তামিম খন্দকার, কচি খন্দকার। রাত ৮টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিয়ে আর হলো না’। অভিনয়ে ইমতু রাতিশ, তামান্না আজমীর। রাত ৯টায় ওয়েব সিরিজ ‘মাফিয়া’। অভিনয়ে মাহিয়া মাহি, শ্যামল মাওলা। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক ‘পেয়ারপুর গ্রাম’। অভিনয়ে শিশির, জারা।