টেলিভিশনে স্বাধীনতা দিবস

চ্যানেল আইয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে বিশেষ তৃতীয় মাত্রা। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের বিষয় ‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’
ছবি : সংগৃহীত

রোববার মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলোয় রয়েছে নাটক, আলোচনা অনুষ্ঠানসহ নানা আয়োজন

নাটক
চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘শেষ থেকে শুরু’। ফরিদুর রেজা সাগরের গল্পভাবনায় নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয়ে আবুল হায়াত ও দিলারা জামান। আরটিভিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রয়েছে নাটক ‘অসমাপ্ত’। রচনা সারওয়ার রেজা, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের রয়েছে নাটক ‘বজ্রকণ্ঠ’। সাদেক সাব্বিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচী।

চলচ্চিত্র
চ্যানেল আইয়ে বেলা ১টা ৫ মিনিটে রয়েছে হাঙর নদী গ্রেনেড। চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা প্রমুখ।

‘অসমাপ্ত’ নাটকে মেহজাবীন চৌধুরী
ছবি : সংগৃহীত

আরটিভিতে সকাল ১০টা ৪০ মিনিটে রয়েছে বীর সৌনিক। অভিনয়ে মান্না, মৌসুমী।

বিশেষ অনুষ্ঠান
চ্যানেল আইয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে বিশেষ তৃতীয় মাত্রা। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের বিষয় ‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানে অতিথি থাকবেন কাজী হায়াৎ, সালাহউদ্দিন জাকী, সোহেল রানা ও গাজী রাকায়েত। রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে রয়েছে আকাশ ভরা সূর্যা তারা।

শহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানটিতে থাকবে সুবর্ণা মুস্তাফার আবৃত্তি ও সামিনা চৌধুরীর গান।

‘বজ্রকণ্ঠ’ নাটকের দৃশ্য
ছবি : সংগৃহীত

বাংলাভিশনে বেলা ১টা ৩০ মিনিটে রয়েছে মুক্তিযুদ্ধের স্বর্ণালি দিনগুলো। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ–পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শাহীন সামাদ।