হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে’
শুটিংয়ের মেকআপ রুমে বসে আছেন হুমায়ূন আহমেদ। তিনি চিত্রনাট্য দেখছিলেন। পাশেই মেকআপ নিচ্ছিলেন ফারুক আহমেদ। হঠাৎ এই অভিনেতার দিকে তাকিয়ে হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে।’ হুমায়ূন আহমেদের মুখে কুয়ায় ঝাঁপ দেওয়ার কথায় ভয়ে পেয়ে যান ফারুক আহমেদ।
এই অভিনেতা বলেন, ‘আমি চিত্রনাট্য আবার পড়লাম। হুমায়ূন ভাই কুয়ায় ঝাঁপ দেওয়ার কথা বলায়, দৃশ্যটাকে সিরিয়াসলি নিলাম। ধরেই নিলাম, ভাই যেহেতু বলছেন ঝাঁপ দেওয়ার কথা, তাহলে তো ঝাঁপ দিতেই হবে। তখনো আমি কুয়া দেখিনি। আমাদের শুটিং হয়েছিল ডিএফপি অডিটরিয়ামে। তখন ভয়ে ভয়ে কুয়া খুঁজতে বের হলাম। কুয়ার কত গভীরতা, পানি কেমন—এই সব বিষয় মাথায় ঘুরছিল। ঝাঁপ দিলে কোনো ক্ষতি হয় কি না, এগুলো নিয়ে ভাবছিলাম। পরে দেখি, আরে ছোট্ট একটা কুয়া। শুটিংয়ের জন্য সেট হিসেবে বানানো হয়েছে। নিচে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। অল্প পানি দিলে মনে হয় অনেক পানি।’
সঙ্গে সঙ্গে আবার মেকআপ রুমে চলে আসেন ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদকে জানান, এত কম গভীরতায় কীভাবে ঝাঁপ দেবেন! ‘তখন আমি বুঝতে পারি, হুমায়ূন ভাই মজা করেছেন। কারণ, হুমায়ূন ভাইয়ের একধরনের মুচকি হাসি ছিল। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। ঘটনাটা বেশ মজার ছিল। শুটিংয়ের দিনগুলোয় হুমায়ূন ভাই অনেক মজা করতেন। আমাদের প্রতিটি দৃশ্যে এমন অনেক গল্প জমে আছে।’
সম্প্রতি অভিনেতা ফারুক আহমেদকে দেখা গেছে একটি বিজ্ঞাপনচিত্রে কুয়ার মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছেন এমন মুহূর্তে। এমন দৃশ্য ৯০ দশকে ‘আজ রবিবার’ নাটকে দেখা গিয়েছিল। নাটকের সেই দৃশ্যই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এই অভিনেতা জানান, কুয়ায় ঝাঁপ দেওয়ার অংশটি নানা সময় ভাইরাল হয়েছে। এবার নুহাশ হুমায়ূনের বিজ্ঞাপনের পর নতুন করে ভাইরাল হলো।
ফারুক আহমেদ জানান, এখন পর্যন্ত তাঁর সংলাপের মধ্যে সর্বাধিকবার ভক্তদের কাছে শোনা একটি কুয়ার পাড়ের সংলাপ। ‘আজ রবিবার’ নাটকের সংলাপটি ছিল, ‘জীবন একটি দুঃখের কুয়া। যার দুঃখ যত গভীর, তার কুয়ার গভীরতা তত গভীর’।
ফারুক আহমেদ বলেন, এই সংলাপের শক্ত একটি ভিত্তি রয়েছে। অনেক সংলাপ শুনে দর্শকেরা হাসলেও এগুলোর মধ্যে গভীর ভাব ছিল। কারণ, হুমায়ূন ভাই সহজভাবে গল্প বলতেন। সেটাকে সব শ্রেণির দর্শক নিজেদের জায়গা থেকে অর্থ খুঁজে বের করতেন।
এবার বইমেলায় ফারুক আহমেদের দুটি বই এসেছে। একটি আত্মজীবনীমূলক ‘না বলা কথা’ এবং অন্যটি ‘হাও মাউ খাও’ নামে নাটকের বই। এই অভিনেতা বলেন, ‘একটি বই আমার ব্যক্তিজীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে। আরেকটি নাটক নিয়ে লেখা। দুটি বই নিয়েই আমি খুশি। তুলনামূলক বই কম বিক্রি হলেও আমি দুটি বই নিয়েই খুশি। বই দুটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। বইয়ের জন্য এবার পুরো মাস শুটিংয়ে তেমন সময় দিতে পারিনি। এখন ঈদের নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি।’