ঈদের প্রথম দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন (পর্ব - ২)
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
সকাল ৯টায় একক নাটক চাকুরী নয় চাকর। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা যাও পাখি বলো তারে। অভিনয়ে মাহিয়া মাহি, আদর আজাদ, রাশেদ মামুন অপু। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ক্যানসার পার্টনার। অভিনয়ে তারিন জাহান, নাসির উদ্দিন খান। বিকেল ৫টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ওয়াদা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশী। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক রেডিমেড ঝামেলা। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক জায়াপতি তেলেসমাতি। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, পারভেজ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক আপন যে জন। অভিনয়ে অপূর্ব, জাকিয়া বারী মম, আবদুল্লাহ রানা।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা সাপলুডু। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। বেলা ২টা ১০ মিনিটে ওয়েব ফিল্ম অদিতি।
অভিনয়ে সোহানা সাবা, রাশেদ মামুন অপু, সাবেরী আলম। বিকেল ৫টায় বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক দমকা হাওয়া। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক তিন টেক্কা। অভিনয়ে ড. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহমেদ। রাত ৮টা ১০ মিনিটে নাটক ওয়ান হাগ রিমেইনিং। অভিনয়ে তৌসিফ মাহবুব, মুমতাহিনা টয়া। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক হানিমুন হট্টগোল। অভিনয়ে শামীম হাসান, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে নাটক চোখের ক্ষুধা। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ১১টায় নাটক ঘুম। অভিনয়ে মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ঢাকার কিং। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম কিপ্টা ফ্যামিলি। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক। বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক হুলুস্থুল। অভিনয়ে পাভেল, সালহা নাদিয়া। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একক নাটক আমি ভাইরাল হতে চাই। অভিনয়ে শামীম হাসান, সারিকা সাবাহ।
রাত ৭টা ৪৫ মিনিটে নাটক নানা বাড়ি বরিশাল ২। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ঘুডু। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া। রাত ৯টা ২৫ মিনিটে নাটক পিনিকম্যান ২। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবাহ। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ফানিমুন। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক সরি বউ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
বৈশাখী
বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা আমার প্রাণের স্বামী। অভিনয়ে শাকিব খান, শাবনূর, সাদেক বাচ্চু। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক সিঁড়ি। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক জামাই বাজার-৩। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ড্যামকেয়ার। অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, রাশেদ মামুন অপু। রাত ৮টা ১০ মিনিটে নাটক হদয় ক্ষরণ। অভিনয়ে অপূর্ব, হিমি। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক দুই জামাই। অভিনয়ে জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম। রাত ১০টায় ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ভণ্ড প্রেমিক। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক কিড সোলায়মান। অভিনয়ে মোশাররফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ।