অপূর্ব–ফারিণদের দুর্ঘটনার খবর জানালেন পরিচালক

অপূর্ব ও ফারিণকোলাজ

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পরিচালক কাজল আরেফিন বানাচ্ছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। গেল মাস থেকে এই ওয়েব ফিল্মের শুটিং চলছে। আজ শুক্রবার দুপুরে পরিচালক জানালেন, দুসংবাদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, তাঁর এই ওয়েব ফিল্মের তিনজন গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।  

আজ শুক্রবার দুপুরে পরিচালক কাজল আরেফিন এক ফেসবুক পোস্টে দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি জানান। তবে ঘটনা কোথায় এবং কোন হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি। কাজল আরেফিন জানালেন, অপূর্ব, ফারিণ ও পাভেল—হাউ সুইট ওয়েব ফিল্মের এই তিনজন অভিনয়শিল্পী আহত হয়েছেন।

অভিনেতা অপূর্ব
ছবি: ফেসবুক

পরিচালক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের হাউ সুইট–এর একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় পড়ে। শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অপূর্ব ভাই, তাসনিয়া ফারিণ ও পাভেল কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে নিলে, ডাক্তার নিশ্চিত করেন তাঁদের বড় ধরনের ক্ষতি হয়নি। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে আলোচনায় আসেন পরিচালক কাজল আরেফিন। এই নির্মাতার যেকোনো কনটেন্ট প্রকাশের পরই ভার্চ্যুয়াল মাধ্যমে চলে আলোচনা। প্রকাশের পরই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউর মাইলফলক অতিক্রম করে। এদিকে বেশ কিছুদিন ধরে এই নির্মাতার সিনেমা বানানোর কথাও চাউর হচ্ছিল। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা না বানালেও ওয়েব সিনেমা বানিয়ে হাত পাকাচ্ছেন এই পরিচালক।

আরও পড়ুন
তাসনিয়া ফারিণ
ছবি: প্রথম আলো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে নিয়ে এর আগেও কনটেন্ট বানিয়েছেন কাজল আরেফিন। তবে ওয়েব ফিল্ম এবারই প্রথম, তা–ও বেশ কিছুদিন পর। তাসনিয়া ফারিণও এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ঢাকার গুলশানের একটি হোটেলে অপূর্ব–ফারিণসহ আরও যাঁরা অভিনয় করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে নির্মাতা কাজল আরেফিনের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক থেকে

প্রথম আলোকে পরিচালক কাজল আরেফিন জানালেন, অপূর্ব ও ফারিণের এই ওয়েব ফিল্ম আগামী বছরের ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। পরিচালক বলেন, ‘অপূর্ব ভাইকে নিয়ে অনেক বছর পর কাজ করছি। চেষ্টা করব, একটি ভালো মানের কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি।’

আরও পড়ুন