‘ভাই, কামডা করলেন কী’ বলে অতিষ্ঠ করে ফেলে

দীর্ঘ ক্যারিয়ারে অনেক চরিত্রের জন্য ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি। কিন্তু চরিত্র নিয়ে খ্যাতির বিড়ম্বনায় যে পড়তে হবে, সেটা হয়তো কখনোই ভাবেননি। এখন তাঁকে ভক্তরা ডাকেন চরিত্রের নামে। এই নিয়ে প্রায়ই মধুর যন্ত্রণায় পড়তে হয়। বলছি অভিনেতা সুমন পাটোয়ারির কথা। এই অভিনেতার আজ জন্মদিন। বিশেষ এই দিনে ফেসবুক পোস্টে জন্মদিনের শুভকামনা জানিয়ে ভক্তদের অনেকেই লিখেছেন, ‘কামডা করলেন কী?’ কী করেছেন সুমন পাটোয়ারি?

সহঅভিনেত্রীর সঙ্গে সুমন পাটোয়ারি। ছবি: সংগৃহীত

হেসে এই অভিনেতা বলেন, ‘দুই যুগের ক্যারিয়ারে বিভিন্ন সময় চরিত্রের জন্য ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ভক্তদের কাছে থেকে দুটি চরিত্রের কথা শুনতে হয়েছে। এমন অবস্থা যে, বলতে বলতে জীবনটা শেষ করে দেয়। এপাশ থেকে একজন বলে, “ককটেল বাবু”, আরেক পাশ থেকে আরেকজন বলে, “হাতি টুটুল, ভাই, কামডা করলেন কী?” বলে অতিষ্ঠ করে ফেলে।’ এখন এসব শুনে অভ্যস্ত হয়ে গেছি।’

সহঅভিনেত্রীর সঙ্গে সুমন পাটোয়ারি। ছবি: সংগৃহীত

এই অভিনেতাকে ককটেল বাবু চরিত্রে দেখা গেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক, অন্যদিকে ‘হাতি টুটুল’ চরিত্রে অভিনয় করেছেন ‘ফিমেল’ নাটকে। নাটকের পরিচালক কাজল আরেফিন অমি। গল্পে দেখা যায়, তিনি বিয়ে করেছেন। এই নিয়েই মজার ঘটনা ঘটে। মহল্লার ছেলের সংলাপগুলো পরে ভাইরাল হয়। ভক্তদের কাছে পাওয়া এই ভালোবাসাকে কাজের স্বীকৃতি মনে করেন।
অভিনেতা সুমন বলেন, ‘ভক্ত, সহকর্মীরা দিনটিতে নানাভাবে স্মরণ করেন। এই ভালোবাসাই হয়তো শিল্পীর সম্পদ। এগুলো ভালো লাগে। সবকিছুর মধ্যেই আমি ভালোবাসাটাকেই খুঁজি। কারণ, আমার কাছে জীবনটা সহজ। এটাকে আমি সিরিয়াস করিনি। আমার প্রত্যাশাও কম। এর মধ্যে আমার কাজ, চরিত্র নিয়ে যদি কেউ কথা বলেন, সেটা আমার কাছে বাড়তি ভালোবাসা।’

সুমন পাটোয়ারি। ছবি: সংগৃহীত

জন্মদিনটা পরিবারের সঙ্গে বাসাতেই কাটাচ্ছেন। বন্ধু, সহকর্মীরা জন্মদিনের শুভকামনা জানাচ্ছেন। তিনি জানান, দিনটি নিজের চেয়ে বেশি চিন্তিত থাকেন মাকে নিয়ে। ‘এখন জন্মদিন এলে নিজেকে নিয়ে ভাবি না। আমার বাবা তো আগে মারা গিয়েছেন। মায়ের বয়স হয়েছে। আম্মাকে কত দিন পাব, সেটাই বেশি ভাবায়। আম্মাকে সুস্থ থাকুন, জন্মদিনে সেটাই বেশি চাই,’ বলেন সুমন পাটোয়ারি।