তাহসান–রোজা, মেহজাবীন–আদনানের বিয়ে; ফেসবুকে পোস্ট করা ছবিতে কে এগিয়ে

এ বছরের প্রথম দুই মাসে বিনোদন অঙ্গনে কয়েকটি বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুই তারকার বিয়ে নিয়ে তাঁদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহ ছিল তুঙ্গে। দুই তারকা হলেন তাহসান খানমেহজাবীন চৌধুরী। দুই তারকার বিয়ে নিয়ে আগ্রহের বিষয়টি টের পাওয়া যায় তাঁদের ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রের দিকে তাকালেও। আনুষ্ঠানিকভাবে দুজনের পোস্ট করা স্থিরচিত্রে চোখ বুলিয়ে নেওয়া যাক, কেমন মন্তব্য এসেছে, কী পরিমাণ রিঅ্যাকশন পড়েছে। কত কত শেয়ার হয়েছে তাঁর বিয়ের স্থিরচিত্রে
১ / ৬
এ বছরের ৫ জানুয়ারি সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত বিষয় ছিল তাহসানের বিয়ের খবর। বিয়ের খবর হিসেবে ছড়ালেও বিষয়টি নাকচ করেন তাহসান। প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে কয়েকটি ছবি তোলা।’ এদিন সন্ধ্যায় বিস্তারিত জানাবেন। কথামতো তাহসান ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে একটি ছবি শেয়ার করে গানের পঙ্‌ক্তি জুড়ে দেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ এরপর আর কারও বুঝতে বাকি থাকেনি, রোজা আহমেদের সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তাঁর সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
২ / ৬
তাহসানের পোস্ট করা সেই স্থিরচিত্রে যেন হুমড়ি খেয়ে পড়েন তাঁর ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা। আজ শনিবার সকাল পর্যন্ত সেই স্থিরচিত্রে রিঅ্যাকশন পড়েছে ১৭ লাখের বেশি, এর মধ্যে ১০ লাখের বেশি লাভ রিঅ্যাকশন। মন্তব্য এসেছে ২ লাখ ২৬ হাজার। তাহসানের পোস্ট করা সেই স্থিরচিত্র শেয়ার হয়েছে ৮৭ হাজারের বেশি। কাছাকাছি সময়ের কোনো তারকার বিয়ের স্থিরচিত্র নিয়ে এমন আগ্রহ চোখে পড়েনি।
৩ / ৬
তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা জনপ্রিয়। অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।
৪ / ৬
ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী এবং প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চিত হচ্ছিল। এ নিয়ে তাঁরা কেউ কোনো কথা বলেননি। অবশেষে বিয়ের পর মেহাজীবন জানান, তাঁরা ১৩ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি চুপিচারে আক্দ এবং ২৩ ফেব্রুয়ারি গায়েহলুদ অনুষ্ঠান সেরে নিলেও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি তাঁরা। কঠোর গোপনীয়তা অবলম্বন করা সত্ত্বেও মেহজাবীনের গায়েহলুদ অনুষ্ঠানের স্থিরচিত্র ফাঁস হয়। তাই অনেকটা বাধ্য হয়ে পরের অনুষ্ঠানের স্থিরচিত্র প্রকাশে আর গড়িমসি করেননি তাঁরা। ২৪ ফেব্রুয়ারি দুপুরে একসঙ্গে পাঁচটি স্থিরচিত্র প্রকাশ করেন মেহজাবীন তাঁর ভেরিফায়েড ফেসবুক থেকে। এদিন আবেগঘন ফেসবুক পোস্ট দেন, সেখানে তিনি তাঁদের প্রেমের গল্পও লিখেছেন।
৫ / ৬
এদিন মেহজাবীন জানান, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় তাঁর। মেহজাবীন লিখেছেন, ‘একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।’ এরপর কেটে গেছে এক যুগের বেশি সময়। সম্পর্কের নানা চড়াই-উতরাই পেরিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও আদনান আল রাজীব। বিয়ের জন্য তাঁরা বেছে নিয়েছেন ভালোবাসা দিবসকেই।
৬ / ৬
নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্‌যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।’ মেহজাবীনের সেই ফেসবুক পোস্টে আজ শনিবার সকাল পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৫ লাখের বেশি, এর মধ্যে ৩ লাখের বেশি লাভ রিঅ্যাকশন। মন্তব্য এসেছে ৪১ হাজারের বেশি। মেহজাবীনের পোস্ট করা সেই স্থিরচিত্র শেয়ার হয়েছে ১৩ হাজারের বেশি।