সিডনিতে সংবর্ধিত ‘সুড়ঙ্গ’ আফরান নিশো
প্রায় দুই দশক ধরে নাটকে অভিনয় করা আফরান নিশো প্রথম চলচ্চিত্রে বাজিমাত করেছেন। দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে এখনো চলছে ছবিটি। ‘সুড়ঙ্গ’ ছবিতে মাসুদ চরিত্রে অভিনয় করা আফরান নিশো এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। গত বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে নিয়ে সিডনি পৌঁছেছেন তিনি। আপনমনে ঘুরে বেড়াচ্ছেন সিডনির দর্শনীয় স্থানগুলো। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে নিশোকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। ১২ আগস্ট শনিবার সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় একটি মিলনায়তনে তাঁকে এ সম্মাননা প্রদান করেন সিডনির স্থানীয় বাংলাদেশিরা।
নিশোর সিডনি আসাকে স্বাগতম জানিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশটির রাজ্য সরকারের বেশ কয়েকজন সংসদ সদস্য, সিটি মেয়র ও কাউন্সিলর। সংসদ সদস্যদের মধ্যে আছেন অ্যান্ড্রু ব্র্যাগ, জ্যাকি মুনরো, ওয়েন্ডি লিন্ডসে ও ছায়ামন্ত্রী স্কট ফার্লো, বিরোধীদলীয় হুইপ ক্রিস রাথ, ক্যানটারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলের মেয়র বিলাল এল-হায়েক প্রমুখ। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য নিশোকে ধন্যবাদ জানানো হয়।
নাটক ও ওটিটির পর প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেই সাড়া ফেলেছেন নিশো। বাংলা নাটকের জনপ্রিয় মুখের প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হাউসফুল যাচ্ছে। সিডনিতে প্রবাসীদের কাছ থেকে সুড়ঙ্গর জন্য প্রশংসা পাওয়ার কথা জানিয়েছেন আফরান নিশো। এর আগেও নাটকের শুটিং করতে সিডনি ভ্রমণ করেছেন তিনি।
কর্মব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে অবসরযাপন করার কথাও জানিয়েছেন নিশো। সিডনি ভ্রমণ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনে যাবেন আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে। এরপর আবার সিডনিতে ফিরে এসে ১৯ আগস্ট বাংলাদেশে ফেরার কথা রয়েছে এই তারকার।