যমজ ভাইদের প্রেমের গল্পে অবাক ছাত্রী
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দুই যমজ ভাই সুমন ও পুলক। ঘটনাক্রমে তাঁরা একই বাসায় টিউশনি করেন। সেই অর্থ দিয়েই তাঁদের জীবনযাপনের খরচ মেটে। টিউশনি করতে গিয়েই পুলকের প্রেমে পরে যান ছাত্রী মিলি। তারপর মিলি আবিষ্কার করে আসলেই কি তাঁরা কোনো যমজ ভাই? কিন্তু কোথাও একটা সন্দেহ খুঁজে পান। একসময় অবাক হয়ে যান ছাত্রী। তারপরই নানা চমক সামনে আসে। বাস্তবে এমন ঘটনা ঘটেছে এমনটা মনে করবেন না। মজার এমন গল্পটি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সাইন্সের টিউটর’।
নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। নাটকে সুমন ও পুলক চরিত্রে অভিনয় করেছেন ফারহান জোভান ও মিলি চরিত্রে তরুণ অভিনেত্রী আফরিন মোহনা।
জোভান বলেন, ‘টিউটর নিয়ে অনেক নাটক হয়েছে কিন্তু এখানে গল্পটি একই সঙ্গে রোমান্টিক ও কিছুটা কমেডি ঘরানার। গল্পে আমাকে দুটি চরিত্রে অভিনয় করতে হয়েছে। যমজ যে চরিত্রটি দুটিতে অভিনয় করেছি, সেটাও অনেক মজার। এই সময়ে দর্শকদের কথা ভেবেই নাটকটি করা। টিউশনি, প্রেম সব ছাপিয়ে গল্পের মধ্যে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। দর্শকদের ভালো লাগবে।’
নাটকে প্রথমবার জুটি হয়েছেন জোভান ও তরুণ অভিনেত্রী আফরিন মোহনা। আফরিনের এটি প্রথম কাজ। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এটা অনেক বিশেষ একটি নাটক। প্রথমবার জোভান ভাইয়ার সঙ্গে পর্দা ভাগাভাগি করছি। আমিও নিজেও গৃহশিক্ষকের কাছে পড়তাম। সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছি। জোভান ভাইসহ সবাই অনেক সহায়তা করেছেন। প্রথম ছোট চরিত্র থেকে এবার জোভানের সহ–অভিনেত্রী হয়েছি, নাটকটিতে জোভানের বিপরীতে দর্শক কীভাবে নেয়, সেটা নিয়েই কিছুটা চিন্তায় রয়েছি।’
নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। তিনি বলেন, ‘এখন দর্শক ও প্রযোজকেরা শুধু রোমান্টিক ও কমেডি গল্পে বিনোদন খোঁজেন। সেই জায়গা থেকে শতভাগ বিনোদনমূলক নাটক বানিয়েছি। আমি শিক্ষার্থীদের টার্গেট করেই নাটকটি বানিয়েছি। আশা করছি, তাঁরা পছন্দ করবেন। নাটক সিনেমাটিক একটি ফিল পাবেন দর্শক।’ নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।