‘আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত’
ঈদ নাটক দিয়ে নতুন করে আলোচনায় তৌসিফ মাহবুব। গত তিন সপ্তাহে তাঁর অভিনীত চাঁদের হাট, মন বোঝে নাসহ বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। প্রতিটি নাটকের গড় ভিউ ৫২ লাখের বেশি। তাঁর নাটক যখন ট্রেন্ডিংয়ে শীর্ষে, তখন ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন অভিনেতা। তৌসিফকে নিয়ে লিখেছেন মনজুরুল আলম
‘ভাই, আমি মেকআপ রুমে আছি। ১০ মিনিটের মধ্যে ফোন করছি।’ এরপর বেশ কিছু সময় ফোনে পাওয়া গেল না অভিনেতা তৌসিফকে। পরে ফোন করে বললেন, ‘এক পায়ে দাঁড়িয়ে আছি’। কারণ জিজ্ঞাসা করতেই জানালেন, উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে শুটিং করছেন তিনি। সেখানে নেটওয়ার্ক সংযোগে সমস্যা। যে কারণে তাঁকে ছাদে গিয়ে দাঁড়াতে হয়েছে। ‘একদম পুরোনো বাড়ি। গল্পের প্রয়োজনে এখানে শুটিং করছি। নেটওয়ার্ক নিয়ে খুবই ঝামেলায় থাকতে হচ্ছে।’ ম্যাজিক মোমেন্ট নামের একটি নাটকের শুটিং সেট থেকে কথাগুলো বলেন তৌসিফ। নাটকটি দিয়ে ঈদের পর গতকাল রোববারই শুটিংয়ে ফিরলেন তৌসিফ।
তৌসিফের নতুন জন্ম
এবারের ঈদটা একেবারেই বদলে দিয়েছে তৌসিফকে। এখনো তিনি ঈদের আমেজেই আছেন। প্রায় এক যুগের ক্যারিয়ারে দর্শকপ্রিয়তা পেলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। এবার তাঁর অভিনীত নাটকগুলো ব্যাপক আলোচিত হয়েছে। তৌসিফ বলেন, ‘আমার দর্শক পরিচিতি আগে থেকেই ছিল। কিন্তু এবার বাইরে বের হলে দর্শকদের কাছে শুনেছি, ‘‘আপনার নাটক মাত্র দেখে এলাম বা কিছুক্ষণ আগে দেখেছি।” এবার ঢাকা ও ঢাকার বাইরে যেখানেই গিয়েছি, দর্শকেরা একই কথা বলেছেন, মাত্রই আমার নাটক দেখেছেন। যেটা আগে দুই–চারজন বলতেন, এখন সেটা শত শত মানুষের কাছে শুনছি। দর্শকেরা যে আমাকে এত ভালোবাসছেন, নতুন পাওয়া এসব দর্শককে খুশি রাখতে হবে। এই চ্যালেঞ্জ আমি নিতে চাই।’
গড় ৫২ লাখ ভিউ
ঈদের প্রায় এক মাস পর গতকাল শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। এর পেছনে অন্যতম কারণ হলো, প্রচারিত নাটকগুলোর প্রচারে সময় দেওয়া। তিনি মনে করেন, অনেক নাটক শুধু প্রচারণার অভাবে দর্শকের কাছে যায় না। ঈদে তৌসিফ অভিনীত ১২টি নাটক মুক্তি পেয়েছে। সেগুলো নিয়ে মাস ধরে ব্যস্ত ছিলেন। তৌসিফের ভাষ্যে, নাটকগুলো নিয়ে তাঁর প্রত্যাশার ৮০ ভাগ পূরণ হয়েছে। এই অভিনেতা বলেন, ‘সবারই প্রত্যাশা শতভাগ থাকে। কিন্তু মিল তো থাকে না। দেখা যায়, যেটা নিয়ে সবচেয়ে বেশি ভেবেছি, সেটাতেই দর্শকের সাড়া কম। সেখানে এবার প্রত্যাশা ৮০ ভাগ পূরণ হয়েছে। এমনটা আমার ক্যারিয়ারে প্রথম।’
উল্টোপথে হেঁটেছিলেন
প্রায় তিন বছর আগের কথা। সেবার তৌসিফ সিদ্ধান্ত নেন যে নাটকের সংখ্যা কমিয়ে কাজের মানের দিকে গুরুত্ব দেবেন। সে পথেই হাঁটতে গিয়ে মাসে তিন/চারটির মতো নাটকে অভিনয় করেন। নিজের সিদ্ধান্তে শুরুতে খুশি হলেও পরবর্তী সময়ে তিনি অনুধাবন করেন যে এতে তাঁর ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে। এমনকি ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে যে পথে হেঁটেছি, সেখানে সেবার একেবারেই উল্টো পথে হাঁটি। আমার লুক পরিবর্তন করি। চুল বড় রাখি। তখন অনেকেই বলতেন, “আপনাকে এই লুকে ভালো লাগে না। আপনাকে মানায় না।” লুক, চরিত্র, গল্প পরিবর্তনের এই নতুনত্বে অনেক বাধা আসে। এটা ছিল বড় ঝুঁকি। নাটক যদি দর্শক না দেখতেন, তাহলে আমার হারিয়ে যাওয়ার আশঙ্কা বেশি ছিল। প্রযোজকের লগ্নি যদি ফিরে না আসত, তাহলে এই ঝুঁকিতে আমার ক্যারিয়ার চলে যেতে পারত। তাঁরা বলতেন, তৌসিফকে দিয়ে হবে না। এখন এই ফর্মুলায় আর চলব না। নতুন একটা পথ তৈরির চেষ্টা করছি। সময় হলেই দর্শক জানতে পাবেন।’
ভিউ নিয়ে ভুল ধারণা
অনেকেই মনে করেন যে ভিউ কিনে অনেক নাটকের অভিনয়শিল্পীরা ভিউ বাড়ান। এমন কথাও এই অভিনেতাকে শুনতে হয়। অভিনেতা হিসেবে অনেক সময়ই খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়। কারণ, ভিউ নিয়ে ভুল ধারণা রয়েছেন অনেকের। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ৫০ লাখ বা ১ কোটি ভিউ কিনতে কয়েক লাখ টাকা দরকার, যেটা নাটকের বাজেটের চেয়ে বেশি। বলা যায়, সিনেমার বাজেটের মতো টাকা দরকার। এই খরচ যেকোনো প্রযোজকের পক্ষে বহন করা কঠিন। বুস্ট করে টিকে থাকা যায় না।’