‘তাদের আচরণ কখনো মিথ্যা বলে না’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেছেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন দেশের সাম্প্রতিক ঘটনা ও নানা অভিজ্ঞতার কথা। কখনো প্রতিবাদেও সবর হন তারকারা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...

১ / ৪
অভিনেতা আবদুন নুর সজল স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি কখনোই লোকে যা বলে তা শুনি না, আমি শুধু চেয়ে দেখি তারা কী করে। কারণ, তাদের আচরণ কখনো মিথ্যা বলে না।’ ছবি: ফেসবুক
২ / ৪
আগে তাঁদের নিয়মিত নাটক দেখা যেত। এবার দীর্ঘদিন পর একসঙ্গে ছোট পর্দায় দেখা গেল ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশাকে। নাটকের প্রচারে জোভান লিখেছেন, ‘কয়েক বছর পরে আমাদের কেমিস্ট্রি ফিরে এল।’
৩ / ৪
গত এপ্রিলে হঠাৎই ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন অভিনেতা ওয়ালিউর রহমান রুমি। এই অভিনেতার সঙ্গে ভালো সম্পর্ক ছিল রাশেদ সীমান্তের। একসঙ্গে তাঁরা অনেক নাটকে অভিনয় করেছেন। তাঁদের স্মরণ করে রাশেদ লিখেছেন, ‘বারেবারে আর দেখা হবে না। মৃত্যু একটি জীবনকেই শেষ করে, সম্পর্ককে নয়। আহা কি স্নেহ কি ভালোবাসা। আবার দেখা হবে ভাইয়া।’
ছবি: ফেসবুক
৪ / ৪
‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’, গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া গায়ক প্রমিত কুমার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব–শত্রুতা কোনোটাই করতে নেই।’ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত