রোমান্টিক গল্পে দর্শনা ও রোহান

ইয়াশ রোহান ও দর্শনা বণিক। ছবি: পরিচালকের সৌজন্যে

কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। তিনি দুই বছর আগে বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই এবার তিনি নাম লিখিয়েছেন নাটক ইতিবৃত্ত-তে। নাটকে তাঁর সঙ্গে জুটি হয়েছেন ইয়াশ রোহান। নাসির খানের লেখা রোমান্টিক গল্পের নাটকটি আজ মুক্তি পাবে।

মাদকাসক্ত তরুণ বৃত্ত (ইয়াশ রোহান)। যাঁকে সবকিছুর বিনিময়ে সুস্থ করে তুলতে চান তাঁর প্রেমিকা ইতি (দর্শনা বণিক)। বৃত্ত একটু একটু করে সুস্থ হওয়ার পথে হাঁটলে দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ইতি ও বৃত্তর পাওয়া না–পাওয়া ভালোবাসার গল্প নিয়েই এগিয়ে চলে নাটকটি। এই নাটকে কেন কলকাতার অভিনেত্রীকে প্রয়োজন হলো? জানতে চাইলে পরিচালক রাফাত মজুমদার বলেন, ‘আমরা চেয়েছি গল্পের প্রয়োজনে এমন একটি মুখ নিতে, যাকে ছোট পর্দায় কম দেখা যায়। আমরা অনেকের কথাই ভেবেছিলাম, পরে দর্শনা বণিকের সঙ্গে ব্যাটে–বলে মিলে যায়। তিনিও নাটকের গল্প নিয়ে খুবই আগ্রহী ছিলেন।’

ইয়াশ রোহান ও দর্শনা বণিক। ছবি: পরিচালকের সৌজন্যে

নাটকের গল্প শোনার পরই দর্শনা একবাক্যে রাজি হয়ে যান। তিনি নিজেও বাংলা নাটকের ভক্ত। অপূর্ব, আফরান নিশো, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা সহ অনেকের নাটক প্রায়ই দেখেন। জানেন, বাংলাদেশের নাটকগুলো কলকাতায় খুবই জনপ্রিয়। দর্শনা বলেন, ‘আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বাংলা নাটকে অভিনয় করার। আগেও প্রস্তাব পেয়েছি। কিন্তু হয়ে ওঠেনি। পরে যখন গল্পটি শুনি, তখনই আমার পছন্দ হয়ে যায়। পরিচালকের টিম আমার পছন্দ হয়েছিল। এ ছাড়া, গল্পে বাস্তবতার একটি ছাপ রয়েছে। একই সঙ্গে গল্পে একটি বার্তা রয়েছে।’

ইয়াশ রোহান ও দর্শনা বণিক। ছবি: পরিচালকের সৌজন্যে

অনেক মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব কম দেওয়া হয়। সেখানে গল্পে মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব বেশি দেওয়ায় গল্পটি পছন্দ দর্শনার। তিনি বলেন, ‘আমি ঈদের আগে বেশ কয় দিন ধরে নাটকটির শুটিং করেছি। সবকিছু মিলিয়ে আমার কাছে দারুণ অভিজ্ঞতা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলা নাটকে অভিনয় করার। ব্যাটে–বলে মিলে গেলে নাটকে আরও অভিনয় করতে চাই। কিন্তু বেশি না। একটি করার ইচ্ছা ছিল করেছি। আমি এক্সপ্লোর করতে ভালোবাসি। ভালো গল্প পেলে অভিনয় করতে পারি।’