আজ থেকে বিটিভিতে ‘এক্কা-দোক্কা’

‘এক্কা-দোক্কা’ নাটকের দৃশ্যপরিচালকের সৌজন্যে

গুপী গাইন-বাঘা বাইনের কথা মনে আছে? এবার সেই আদলেই ধারাবাহিক নাটক ‘এক্কা-দোক্কা’ নির্মাণ করেছেন নির্মাতা আশরাফি মিঠু। গল্পটা মূলত দুই বন্ধুকে নিয়ে। ‘ভূতের’ দেওয়া বিশেষ জুতা পরে দেশ-দেশান্তর ঘুরে তারা হঠাৎ করে এসে পড়েছে আজব শহর ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে। সেখান থেকেই শুরু হয় তাদের জীবনযুদ্ধ। এক্কা গায়েন আর দোক্কা বাদক।

বিটিভিতে নাটকটির প্রচার শুরু হচ্ছে আজ। সপ্তাহে তিন দিন প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন রওনক হাসান, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ রানা, সাবরিনা প্রমিসহ আরও অনেকে। নির্দেশনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন আশরাফি মিঠু।

আশরাফি মিঠু জানান, ‘নাটকটির পরিকল্পনা অনেক আগেই করেছিলাম। মূলত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গুপী গাইন ও বাঘা বাইন চরিত্রকে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আনতে চেয়েছি। এই নাটকের দুটো চরিত্র ভূতের বর পেয়ে ঢাকায় এসে পড়ে। বিভিন্ন সমস্যায় পড়তে পড়তে পরে তারা গ্রামের দিকে চলে যায়। তারা অনেক সমস্যার সমাধান করে। নাটকটি মূলত ভ্রমণের ওপর তৈরি হয়েছে।’

মিঠু আরও বলেন, ‘নাটকের কাহিনি ও উপস্থাপনায় ভিন্ন ধারা আছে। সে কারণে মনে করছি যে নাটকটি দর্শকপ্রিয়তা পাবে। সামনে অন্য ধরনের কাজেরও পরিকল্পনা আছে। নতুন শিল্পী ও প্রযোজকেরা এসেছেন। অনেকেই আমাকে চেনেন না। চেষ্টা করছি তাঁদের সঙ্গে পরিচিত হতে, কাজ করতে। তাঁরাও সহযোগিতা করবেন, এটা মাথায় রেখেই নতুন করে কাজ শুরু করেছি।’

আরও পড়ুন