২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবার জন্য মেয়ের অপেক্ষার গল্প

একটি মেয়ের গল্প। যে মেয়ে এখন পুনর্বাসন কেন্দ্রে থাকে। মেয়েটি তার বাবার জন্য অপেক্ষা করে। একদিন বাবা এসে কথা দেন মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। তবে আজ নয়। তার ছোট বোনের বিয়ে হলেই নিয়ে যাবেন। সেই থেকে বাবার জন্য অধিক অপেক্ষা মেয়েটির। কিন্তু বাবা কি আর এসেছিলেন? সেই গল্প নিয়েই বিজয় দিবসের নাটক ‘আজ বাবা আসবেন’।

ফজলুর রহমান বাবু বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে বেশির ভাগ আমি বাবা চরিত্রে অভিনয় করি। এবারও অন্য রকম এক বাবার চরিত্রে অভিনয় করলাম। যে বাবা মানসিক সংকটে ভোগেন। যিনি জানেন তাঁর মেয়ে কোথায় আছেন। কিন্তু সমাজের মানুষকে তিনি উপেক্ষা করতে পারেন না। বাবা ও মেয়ের মানসিক দ্বন্দ্ব নিয়ে গল্প। এ ধরনের অনেক গল্পের কথা আমরা জানি। সময়ের পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটলেও ঘটনাগুলো খুবই মানবিক। আশা করছি কাজটি দর্শক পছন্দ করবেন।’

মেয়ে চরিত্রের অভিনেত্রী হিমি বলেন, ‘বেশির ভাগ সময় রোমান্টিক ও প্রেমের গল্পগুলোতে অভিনয় করি। এবার মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনার চরিত্রে প্রথম অভিনয় করলাম। চরিত্রটির বয়স আমার মতো হলেও সময়টা ১৯৭১ সাল। সেই হিসেবে গল্পটি চ্যালেঞ্জিং ছিল। অভিনয়ের এমন ভ্যারিয়েশন আগে খুবই কম চরিত্রেই পেয়েছি। প্রথম দিকে অনেকটাই ভয়ে ছিলাম। তবে সময়টা আরও কিছুটা বেশি হলে হয়তো আরও ভালোভাবে কাজটি করা হতো। বিজয় দিবসের কাজটি নিয়ে আমি কদিন ধরেই এক্সসাইটেড।’

নাটকটি লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। পরিচালক জানান, নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে। নাটকে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রাখী চৌধুরী প্রমুখ।