ফেসবুকে আমন্ত্রণ, সৈকতে ‘রকস্টার’ তৌসিফ
ফেসবুকে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, তৌসিফ মাহবুব গিটার হাতে মঞ্চে গাইছেন। এ যেন পেশাদার গায়ক! তৌসিফকে এমন রূপে এর আগে পর্দায় দেখা যায়নি। ‘দ্বিধা’ শিরোনামের নাটকে এমন রূপে আসছেন তিনি। এই নাটকে তাঁকে রকস্টার রূপে দেখা যাবে—জানালেন শিল্পী ও পরিচালক মহিদুল মহিম।
‘দ্বিধা’ নাটকের শুটিংয়ের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতে একটি মঞ্চ বানানো হয়েছিল, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ। আজ সোমবার দুপুরে কথা হয় তৌসিফের সঙ্গে। তিনি বললেন, ‘আমরা যখন শুটিংয়ের জন্য কক্সবাজার যাই, তখন নাটকের পরিচালক মহিম ভাই, অভিনয়শিল্পী কেয়া পায়েল—ফেসবুকে স্ট্যাটাস দিই। আমরা বলি, কক্সবাজারে যাঁরা পরিবার নিয়ে ঘুরতে আসছেন, তাঁদের বলতে চাই, আমরা সন্ধ্যায় সমুদ্রসৈকতে থাকব। একটি কনসার্টের শুটিং করব। আপনারাও চাইলে থাকতে পারেন। এভাবে আমাদের ফেসবুক পোস্ট থেকে কয়েক শ লোক আসেন। এরপর সৈকতে থাকা লোকজনও আমাদের সেই কনসার্টের শুটিংয়ে অংশ নেন। আমরা টানা চার ঘণ্টা শুটিং করেছি। সবাই উপভোগ করেছিল।’
১১ বছর ধরে অভিনয় করছেন। এবারই প্রথম এমন চরিত্রে আসছেন তিনি। প্রস্তুতি কী রকম ছিল? ‘আমি রকস্টার’ ও ‘আশিকি টু’ ছবি দুটি কয়েকবার দেখেছি। আসলে, একজন রকস্টার কীভাবে হাঁটে, চলে, কথা বলে—এটা তো আমাদের দেশের বাস্তবতায় সাত দিন অনুসরণ করা সম্ভব নয়। তিনি আমাকে সেই সময়ও দেবেন না। তাই আমার কাছে মনে হয়েছে, ফিল্ম থেকে ধারণা নিতে পারি। আমার নিজেরও একটু ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল।’ বললেন তৌসিফ।
কী সেই অভিজ্ঞতা এমন প্রশ্নে তৌসিফ মাহবুব বললেন, ‘আমিও তো একসময় মিউজিক করতাম। কনসার্টও করেছি। ছোটবেলায় যখন মিউজিক করতাম, আমারও তো স্বপ্ন ছিল বড় হয়ে রকস্টার হব। ওই অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে। ট্রেলার প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তা আশা করিনি।’
‘দ্বিধা’ নাটককে স্বপ্নের একটা কাজ বললেন তৌসিফ। তিনি বলেন, ‘বেশ বড় আয়োজনে এই নাটকের কাজ হয়েছে। গল্প অনুযায়ী আমার জন্য স্বপ্নের একটা ব্যাপার। কারণ, আমি সব সময় একজন রকস্টার হতে চেয়েছি। সেটা ওই সময়ে পারিনি বা পারব না দেখে গান থেকে অভিনয়ে এসেছি।’
তৌসিফ জানালেন, ২০০৬ থেকে মিউজিক করছেন। ২০০৯ সাল থেকে ‘দ্য ম্যানেজার’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। তিনি বললেন, ‘আমার যতটুকু মনে পড়ে, ব্যান্ডটা এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি সেই ব্যান্ডের বেজ গিটারিস্ট ছিলাম। ওই সময়ে গানেও কিছু একটা করার চেষ্টা করেছি। কনসার্টও করেছি প্রায় এক শ।’
গানের সময়ের কথা মনে করে তৌসিফ বলেন, ‘কলেজজীবনে টিউশনি করতাম। টিউশনি করে টাকা জমিয়ে গিটার কিনেছিলাম। লুকিয়ে লুকিয়ে গিটার ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে ব্যান্ডে যোগ দিই। আমার প্রিয় দুটি ব্যান্ড আর্টসেল ও ওয়ারফেজ। এই দুটি ব্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ড মিউজিক শুরু করি। আর্টসেলের কয়েকজন সদস্যের সঙ্গে এখন কথা হয়, আমার তো বিশ্বাস হয় না। তাঁরাও বিশ্বাস করতে চায় না, আমি তাঁদের এত বড় ফ্যান। আমার সংগীতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা কতখানি। আমিও সারা বাংলাদেশে স্টেজ শো করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন গেট টুগেদার—শো করেছি।’
‘দ্বিধা’ নাটকের কনসার্টের দৃশ্যের শুটিংয়ের দিন তৌসিফের স্ত্রীও সঙ্গে ছিলেন। সেদিন তাঁর স্ত্রী সত্যি সত্যি একজন রকস্টারকে মঞ্চে দেখেছিল বলেও জানিয়েছে তাঁকে।
তৌসিফ বলেন, ‘ওই দিন মঞ্চে ওঠার পর আমি ২০১২ সালে ফিরে যাই। আমার স্ত্রী বলেছিল, তুমি নিশ্চয় এটা অভিনয় করোনি। স্টেজে তুমি যেভাবে গিটার বাজিয়ে গান করছিলে, মনে হচ্ছিল সত্যিকারের কোনো শিল্পী মঞ্চে গাইছে। এই চরিত্রে তুমি সত্যিকার অর্থে ডুবে গেছ। এসব শোনার পর আমি খুব আবেগপ্রবণ হয়েছি। রকস্টার হয়ে যখন উঠেছি, তখন মনে হয়েছে—এটাই বুঝি আমি, যা হতে চেয়েছিলাম।’
১০ দিন শুটিংয়ের মধ্য দিয়ে ‘দ্বিধা’র কাজ শেষ করেছেন পরিচালক।
মহিদুল মহিম পরিচালিত এই নাটকে তৌসিফের সঙ্গে জুটি হয়েছেন কেয়া পায়েল।সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি মুক্তি পাবে।