অপূর্বর নিজের জন্য লেখা ভুলো মনের চরিত্র প্রকাশ্যে...
সময়ের ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বেশির ভাগ সময়ে ক্যামেরার সামনে ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে নেপথ্যেও কাজ করেন। নাটকের গল্প লিখতে দেখা যায় এই অভিনেতাকে। দীর্ঘদিন পরে আবার গল্প লিখলেন তিনি। নিজের গল্পে অভিনয়ও করেছেন এই তারকা। নাটকের নাম ‘মি. এ্যাবসেন্ট মাইন্ডেড’। আজ সেই নাটকটি ইউটিউবে প্রচার হয়েছে।
অপূর্ব নিজের জন্য লিখেছেন ভুলো মনের চরিত্র। জানা যায়, গল্পের মূল চরিত্র সবকিছু ভুলে যায়। সে যেকোনো কাজে গেলে সেটা ভুলে, অন্য কিছু করে ফেলে। এমন নানা ঘটনায় কখনো বিরক্ত কখনো মজার অভিজ্ঞতা হয়ে থাকে। ব্যক্তিগত জীবন ও চারপাশের নানা ঘটনা নিয়েই এটি লেখা। এর চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
নাটকে অপূর্বের সঙ্গে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই জুটিকে এর আগে ‘পথে হলো দেরী’, ‘এসো হাত বাড়াও’সহ বেশ নাটকে দেখা যায়। নাটকগুলো দর্শকদের কাছে প্রশংসিত হয়। পরে তটিনীকে নিয়মিত নাটকে দেখা গেলেও নিয়মিত নাটক থেকে দূরে ছিলেন অপূর্ব। ওটিটির কাজে তাঁর বেশি ব্যস্ততা ছিল। যে কারণে একসঙ্গে দেখা যায়নি। রুবেল হাসান জানান, প্রায় এক বছর পরে তারা ফিরেছেন।
পরিচালক রুবেল হাসান বলেন, ‘দর্শকদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি। চমক হিসেবে নাটকে অপূর্ব ভাইয়ের সঙ্গে তটিনীকে নেওয়া হয়েছে। তাকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। দর্শক গল্পটি পছন্দ করবেন।’
রুবেল গল্প নিয়ে আরও বলেন, ‘অনেকের ভুলে যাওয়ার রোগ আছে। হয়তো বাড়িতেই কোথাও চশমাটা রাখা হলো বা চাবিটা রাখা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সঙ্গে সঙ্গে মনে করাও কঠিন হয়ে যায়। দর্শকেরা নিজেদের সঙ্গে মিল পাবেন।’ নাটকটি আজ ক্লাব এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন ফায়াজ আহমেদ, মিলি বাশার, শম্পা নিজামসহ অনেকে।