‘আমার অভিনেতা হওয়ার শখ কখনোই ছিল না’

ইয়াশ রোহানছবি : প্রথম আলো

টেলিভিশন দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও বেশ জনপ্রিয় ইয়াশ রোহান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে তাঁকে। ইয়াশ রোহানের বড় পর্দায় অভিষেক হয় ‘স্বপ্নজাল’ সিনেমার মধ্য দিয়ে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন পরীমনি।

‘পরাণ’ সিনেমা দিয়েও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। পাশাপাশি নাটক ও ওয়েব ফিল্মেও সমান জনপ্রিয় অভিনেতা। ইয়াশ রোহান এবং অভিনেত্রী তটিনির একটি ভালো জুটি গড়ে উঠেছে। আজ এই অভিনেতার জন্মদিন।

আরও পড়ুন

এক সাক্ষাৎকারে অভিনয়ে আসা এবং জীবনের খুঁটিনাটি নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ইয়াশ রোহান। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি বিষয় নয়। আমি একটি ইউটিউবের জন্য নাটক করতে গেলেও ওখানে অভিনয় করি, ফিচার ফিল্ম করতে গেলেও আমি ওখানে অভিনয় করি। আমি একটি ওটিটির সিরিজ করতে গেলেও সেখানে অভিনয়টাই করি।

ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে

আমার কাজটা যেহেতু একই, প্রতিটি কাজেই যেহেতু একই ধরনের কিংবা তার চেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে, তখন কাজটা কোথায় দেখাচ্ছে, সেটা ম্যাটার করে না।’

দৈনন্দিন জীবন এবং অভিনয়ে আসা নিয়ে বলেন, ‘আমি ঘুমাতে পছন্দ করি। প্রচুর সময় ঘুমিয়ে কাটাই। আমার অভিনেতা হওয়ার শখ কখনোই ছিল না। আমি সব সময় একাডেমিক লাইনেই থাকতে চেয়েছি। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম। একটা সময় শিক্ষকতাও করতাম। অভিনয়টাকে কখনোই গুরুত্ব দিইনি। কিন্তু এখানে আসা পুরোটাই কাকতালীয়। আমার মেয়ে ফলোয়ার্স বেশি। নিজেকে আরও ভালো অভিনেতা হিসেবে দেখতে চাই। মোশাররফ করিম আমার প্রিয় অভিনেতা। মা আর বড় ভাই সব সময়ই অভিনয়ে আমাকে সমর্থন করতেন।’