সিনেমা হলগুলোয় এখন কী চলছে?
ঈদ সামনে রেখে বদলে গেছে বিনোদন অঙ্গন। এ সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কারণ, এ সময় দর্শক কম থাকে। সেই সঙ্গে অনেক সিনেমা হলও বন্ধ হয়ে যায়। হলমালিকেরা কিছুটা নিরুপায় হয়ে পুরোনো সিনেমা চালান। কেউ কেউ বন্ধ রাখেন সিনেমা হল।
শেষ ১০ মার্চ মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘রেডিও’। গত কয়েক দিন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরোনো সিনেমাই নতুন করে মুক্তি পেয়েছে, চলছে। চিত্রামহলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত উত্তম আকাশের ‘আমি নেতা হবো।’ আজাদে মুক্তি পেয়েছে রুবেল অভিনীত রাজু চৌধুরীর ‘ঘুম হারাম’। ঢাকার বাইরেও বেশ কিছু এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ছবিতেই ভরসা করছেন হলমালিকেরা।
রাজশাহীর রাজ তিলক সিনেমা হলের মালিক সাজ্জাদ হোসেন সাগর বলেন, ১৭ মার্চ ‘হাওয়া’ দিয়ে প্রায় এক যুগ পর হলটি চালু হয়েছে। ‘হাওয়া’ দেখতে দর্শক এখনো আসছেন। রমজান মাসেও সিনেমাটি চালাবেন তাঁরা। ঈদে নতুন সিনেমা আনবেন। ১০ বছর পর এবার রোজার সময় খোলা রয়েছে যশোরের মণিহার হল। মাহি ও আরিফিন শুভ অভিনীত ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ সিনেমাটি তারা নতুন করে শুক্রবার থেকে চালাচ্ছে।
তবে অনেক একক হলের মালিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় মূলত সংস্কারের কাজ করবেন তাঁরা। তবে সিনেপ্লেক্সগুলোর চিত্র আলাদা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বেশ কিছু জেলায় সিনেপ্লেক্স চালু থাকবে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ইফতারের পর শপিং করতে আসা দর্শকদের আমরা টার্গেট করি। তা ছাড়া ইফতারের কিছু আয়োজন থাকে। সে জন্য অল্প কিছু দর্শক হয়। হল বন্ধ রেখে তো লাভ নেই, তাই চালু রাখা।’ স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলছে।
জানা যায়, ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’, সিয়াম ও বিদ্যা সিনহার ‘অন্তর্জাল’, অনন্ত–বর্ষার ‘কিল হিম’, বাপ্পী ও জাহারা মিতুর ‘শক্র’, সজল ও পূজা চেরির ‘জ্বিন’, রোশান ও ববির ‘পাপ’সহ বেশ কিছু সিনেমা। বর্তমানে ৩০টির মতো সিনেমা হল চালু থাকলেও ঈদের সময় এই সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে।