মাছরাঙা টেলিভিশনে ‘মিলন হবে কত দিনে’

‘মিলন হবে কত দিনে’ নাটকটি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে
ছবি: সংগৃহীত

জুন মাসের শুরু থেকে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে।

ধারাবাহিকের গল্পে দেখা যায়, ঝাটিবেলাই নামের একটি গ্রামের দুই যুবক মধু ও মতি। তাদের মা-বাবা নেই। পৈতৃক সম্পত্তি দিয়ে জীবন চলে তাদের। এরই মধ্যে নদীতে একটি লাশ ভেসে ওঠে। এর আগেও কয়েকবার গ্রামের নদীতে এ রকম লাশ পাওয়া গেছে। এসব নিয়ে গ্রামে তৈরি হয় চাঞ্চল্য। এগিয়ে যায় নাটকের গল্প।

অভিনেত্রী নীলা। ছবি: ফেসবুক

‘মিলন হবে কত দিনে’ লিখেছেন আহমেদ শাহাবুদ্দীন। নাটকটি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। নাটকটিতে মীর সাব্বির, নাদিয়া আহমেদ,নীলা ইসরাফ্রিল, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।