যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে...
ঘুরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ফাঁকে সেখানে অভিনয়ের ওপর এক মাসের কোর্স শেষ করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা। জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ন্যান্সি ফ্রিডম্যান অ্যাক্টিং স্টুডিওতে কোর্সটি করে গত শুক্রবার দেশে ফিরেছেন তিনি।
গত শনিবার দুপুরে প্রথম আলোকে মিথিলা বলেন, ‘এক বন্ধুর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। সেখানেই সিনেমা-সংশ্লিষ্ট একজনের সঙ্গে পরিচয় হয়। আমার অভিনয়ের আগ্রহ দেখে তিনিই স্বল্পমেয়াদি এ কোর্সটি করার পরামর্শ দেন। তা ছাড়া আমি তো অভিনয়টা করতে চাই। কোর্সটা করে একটা প্রস্তুতি হয়ে গেল।’
মিথিলা জানান, স্বল্পমেয়াদি কোর্সটিতে অভিনয়ের নানা বিষয় শেখানো হয়েছে, যা তাঁর ক্যারিয়ারে কাজে আসবে। সামনে অভিনয়ে আরও মনোযোগী হতে চান জানিয়ে মিথিলা বলেন, ‘দেশে মাল্টিপ্লেক্স বাড়ছে। ফলে ভালো সিনেমা তৈরিরও তাগিদ বাড়ছে। পরিবার নিয়ে সিনেমা দেখার চর্চাও তৈরি হচ্ছে। অভিনয় করার মাধ্যমও বেড়েছে। অনেক দিন তো মডেলিং করলাম। এখন অভিনয়টাও করতে চাই।’
২০২১ সালে নভেম্বর মাসে হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিথিলার। এরপর আর নতুন কোনো কাজ করেননি।
তবে এরই মধ্যে একটি বড় বাজেটের ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানালেন মিথিলা।
তিনি বলেন, ‘“রোহিঙ্গা”র পর কোনো কাজ করিনি। ভালো কাজের অপেক্ষায় ছিলাম। সেই সুযোগ হয়েছে। একটি বড় বাজেটের ওয়েব সিরিজে সুযোগ পেয়েছি। শুটিং শুরুর আগে প্রস্তুতিও শুরু করেছি। তবে সিরিজটির বিস্তারিত বলা মানা। পরে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।’