মীরাক্কেল প্রতিযোগী জামিলের মা মারা গেছেন
গত মা দিবসেও মা রহিমা বেগমের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছিলেন মীরাক্কেল দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা জামিল হোসেন। ভালোবাসার ইমোজি দিয়ে পোস্ট করা মায়ের সঙ্গের সেই স্থিরচিত্রে সহকর্মী আর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও ভালোবাসা জানান।
আজ সোমবার ভোরেও মাকে নিয়ে আবারও লিখলেন, তবে এ লেখায় তিনি জানালেন, তাঁর মা আর বেঁচে নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে জামিলের মা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামিল তাঁর ফেসবুক পোস্ট লিখেছেন, ‘আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন…আমিন।’ তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গেছে, রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে মারা যান জামিলের মা। বার্ধক্যজনিত রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর কাছের কয়েকজন নির্মাতা ও সহকর্মী।
উল্লেখ্য, ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এর পর থেকে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক বাংলা নাটকে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন জামিল। একই সঙ্গে নাটক প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি। রয়েছে নিজের ইউটিউব চ্যানেলও।
জামিলের মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনে তাঁর সহকর্মী অভিনয়শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।