আফজালের ল্যান্ডফোনে প্রায়ই কল করে দুষ্টুমি করতেন সজল
নন্দিত অভিনয়শিল্পী, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনের সঙ্গে তাঁরই পরবর্তী প্রজন্মের অভিনয়শিল্পী সজলের পরিচয় দীর্ঘ ২৩ বছরের। ২০০০ সালে আফজাল হোসেনের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে সজলের পথচলা শুরু। সময়ের পথ পরিক্রমায় তাঁরা সম্পর্কটা এখন অনেক বেশি আত্মিক ও পারিবারিক। দুজন দুজনের রক্তের কেউ না হলেও তাঁদের সম্পর্কটা বাবা-ছেলের মতোই। কেউবা বলেন গুরু–শিষ্য। শুক্রবার সন্ধ্যায় তাঁদের দুজনকে একসঙ্গে পাওয়া গেল ফটোশুটে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের সেই ফটোশুটের পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। আপাতত সেই গল্প দুজনের কারও কাছ থেকে জানা যায়নি। একনজরে দেখে নেওয়া যাক আফজাল হোসেন ও সজলের কয়েকটি স্থিরচিত্র
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭