তাই বলে বিগত প্রেম নিয়ে কেউ রসিকতা করবে...
‘তাই বলে বিগত প্রেম নিয়ে কেউ রসিকতা করবে তা সইতে পারা কঠিন।’ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তরুণ অভিনেতা খায়রুল বাসার। ‘বিগত প্রেম’ নিয়ে কে বা কারা কী রসিকতা করছেন, কেনই-বা বিগত প্রেম হঠাৎ সামনে আনলেন এই অভিনেতা।
জানা গেছে এর পেছনে রয়েছেন তাঁর বিশ্ববিদ্যালয়ের হলের প্রতি ভালোবাসার গল্প।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়ে খায়রুল বাসারের দীর্ঘ সময় কেটেছে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে। সেই হলের নাম নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যা শুনেছেন এই অভিনেতা। বাসার ফেসবুকে লিখেছেন, ‘ওটা বিজয় ৭১ হল না, যারা এই গুজব ছড়াচ্ছে তাদের উচিত অন্তত পূর্বের চেয়ে স্মার্ট হওয়া। এত দরিদ্র হলে চলে না।’
অভিনয়ে আসার শুরুর গল্পটা এই হল থেকে। একসময় মঞ্চনাটক, মূকাভিনয়, কবিতা আবৃত্তিসহ নিয়মিত সাংস্কৃতিক নানা চর্চায় যোগ দিয়েছেন এই হল থেকে। দিনের বেশির ভাগ সময় কেটেছে এই হলে।
এ প্রসঙ্গে এ অভিনেতা লিখেছেন, ‘আমার এই হলে খাওয়া-পড়া, বেড়ে ওঠা। কোন ফুলটা ফুটল হল আঙিনায়, কোন ঘাসটা মাড়িয়ে গেছে কেউ, বারান্দায় রোদ কখন আসে কখন যায়, রাতে বারান্দায় দাঁড়ালে চাঁদটা ঠিক কোথায় অপেক্ষা করবে আমার জন্য, তা আমি চোখ বুজেও দেখতে পারতাম, এখনো দেখি ১৪ কিলোমিটার দূর থেকে। এতটাই আপন এই হল, আর এই হল আঙিনা।’
এই অভিনেতা মনে করেন, মুক্তিযুদ্ধ ও একাত্তরের অস্তিত্বকে ভুলে যাওয়া উচিত হবে না। তিনি লিখেছেন, ‘গন্ডারের চামড়া করে নিচ্ছি, কিছুই আর বলার ইচ্ছা হয় না। তাই বলে বিগত প্রেম নিয়ে কেউ রসিকতা করবে, তা সইতে পারা কঠিন। মহান ’৭১ আমাদের অস্তিত্ব, আমাদের বিশ্বাস। এটা নিয়ে রসিকতা করার আগে নিজের বাপের নামটা ভুলে গেছ, নাকি পরিবর্তন করতে যাচ্ছ ভেবো!’