দূরদেশে মেহজাবীন, যাঁদের জন্য মন পুড়ছে

মেহজাবীন চৌধুরীইনস্টাগ্রাম থেকে

তিনি ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি ‘তিথিডোর’ নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকহৃদয়ে নাড়া দিয়েছেন। বলছি হালের ক্রেজ মেহজাবীন চৌধুরীর কথা। ‘তিথিডোর’ নাটকে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে, সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। তাঁর ক্যারিয়ারে আছে এ রকম অসংখ্য নাটক ও ওয়েব সিরিজ। বর্তমানে সিনেমাতেও নাম লিখিয়েছেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী
ইনস্টাগ্রাম থেকে

নাটকে যেমন চরিত্রই করুন না কেন, ব্যক্তিগত জীবনে সব সময় হাসিখুশি এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। সঙ্গে একটি ছবিও। ছবিতে দেখা গেছে, রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে আছেন অভিনেত্রী। বর্তমানে অবসর কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে তোলা এই ছবির ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, মন ভালো নেই মেহজাবীনের।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এ মুহূর্তগুলো মিস করছি। আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।’

মেহজাবীনের এই পোস্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অনেকে প্রিয় অভিনেত্রীকে দিচ্ছেন সান্ত্বনাও। একজন লিখেছেন, ‘জীবনের এই ছোটখাটো মুহূর্তগুলোর মধ্যেই আসল সুখের ছোঁয়া পাওয়া যায়। এমন এক সময় আসে, যখন এগুলো মিস করে চোখে জল চলে আসে।’ আরেকজন লিখেছেন, ‘পরিবার থেকে দূরে থাকলে বোঝা যায় পরিবার কী জিনিস।’

আরও পড়ুন