সরকার কোনো পদক্ষেপ নিয়েও থাকে, সাধারণ মানুষ সেটা জানে না কেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ব্যক্তিগত মতামত। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনেতা নিলয় আলমগীর গণমাধ্যমকর্মীদের উদ্দেশে লিখেছেন, ‘আপনারা প্লিজ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারে না। তা ছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ‍্যত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কি না, আর যদি সরকার কোনো পদক্ষেপ নিয়েও থাকে, সাধারণ মানুষ সেটা জানে না কেন?’
ছবি; ফেসবুক
২ / ৫
মিসরে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিটি পোস্ট করে সে কথাই ভক্তদের জানিয়ে দিলেন। এর আগে তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা “সাবা”র মতো “প্রিয় মালতী” নিয়েও আশাবাদী।’
ছবি: ফেসবুক
৩ / ৫
সময় পেলেই ঘুরতে যান তরুণ গায়ক তাসরিফ খান। পাহাড়ে তাঁর ঘুরতে ভালো লাগে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম তিনবার আমি পাহাড় ভালোবাসি, তারপর তোমায়!’
ছবি: ফেসবুক
৪ / ৫
চিত্রনায়ক শিপন মিত্র লিখেছেন, ‘দুঃখজনক হলেও এটাই সত্য অনেকেই প্রেম করছে কিন্তু একসঙ্গে নাই। আবার অনেকের ভালোবাসা না থেকেও একসঙ্গে রয়েছে।’
৫ / ৫
সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক অনন্ত হিরা। ফোনে সাড়া না দিলেও ফেসবুকে তাঁকে সরব পাওয়া গেল। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অজুহাত কখনোই জীবনটাকে পরিবর্তন করতে পারে না।’ ছবি: ফেসবুক
আরও পড়ুন