তৌহিদ আফ্রিদির প্রেম–বিয়ে, ‘বেঁচে’ গেছেন দীঘি

দীঘি ও তৌহিদ আফ্রিদিকোলাজ

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকে এও ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দীঘি হয়তো বিয়েও করবেন। তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্বের বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল, আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন। পারিবারিকভাবে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা।

কাবিননামা অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে তৌহিদ আফ্রিদি

এদিকে আফ্রিদির বিয়ে হওয়াতে একরকম ‘বেঁচে’ গেছেন বলেও মন্তব্য দীঘির। এই কথা দীঘি তাঁর বন্ধু আফ্রিদিকে জানিয়েছেনও। দীঘি বলেন, ‘সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি, যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।’

আরও পড়ুন
বিয়ের সাজে এভাবেই দেখা গেছে তৌহিদ আফ্রিদি ও রাইসাকে
ছবি : ফেসবুক থেকে

হুট করে বন্ধু আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াতে দীঘি সেই অনুষ্ঠানে থাকতে পারেননি। এ প্রসঙ্গ উঠতেই বলেন, ‘এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে।’

আরও পড়ুন
মা ও বোনের সঙ্গে আফ্রিদি ও তাঁর স্ত্রী
ছবি : সংগৃহীত

দীঘি আগে থেকেই জানতেন রামিসা আর রিসার সঙ্গে তৌহিদ আফ্রিদির বিয়ে হতে পারে। তাঁদের প্রেমের সম্পর্কের বিষয়টাও জানতেন বলে জানান এই তারকা। বলেন, ‘আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম।’

প্রার্থনা ফারদীন দীঘি
ছবি : দীঘির ফেসবুক

বিয়ের পরদিন বন্ধু আফ্রিদির কাছ থেকে হুট করে বিয়ে হওয়ার পুরো গল্পটা শুনেছেন বলেও জানান এই তারকা। শোনার পর শুভকামনা জানিয়েছেন। দীঘি বলেন, ‘এখন আমি অনেক খুশি। কারণ, আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অন্তত আর কোনো কটু কথা শুনতে হবে না।’

আরও পড়ুন