জীবনের অন্য রকম সময় কাটছে স্বাগতার

জিনাত সানু স্বাগতাছবি : স্বাগতার সৌজন্যে

বছরখানেক আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের ১৩ মাসের শেষে স্বাগতা জানালেন, তিনি মা হতে যাচ্ছেন। আজ শুক্রবার প্রথম আলোকে স্বাগতা বললেন, চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন।

স্বামী হাসান আজাদের সঙ্গে অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা
ছবি : স্বাগতার সৌজন্যে

অন্তঃসত্ত্বা স্বাগতা কাজও কমিয়ে দিয়েছেন। নাটকের শুটিং এখন হাতে নিচ্ছেন না। তবে স্টার গসিপ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। স্বাগতা বললেন, ‘এই অনুষ্ঠানে কায়িক পরিশ্রম সেভাবে নেই। পুরো কাজটা বসে বসে করতে হয়।  তাই করছি। এর বাইরে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছি। মাঝখানে অবশ্য আমাকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা বেশ পরিশ্রমের এবং আউটডোরে করতে হবে—তাই সাহস করিনি। বাসার মানুষও না করেছেন।’

স্বামী হাসান আজাদের সঙ্গে অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা
ছবি : স্বাগতার সৌজন্যে

স্বাগতা জানালেন, জীবনের অন্য রকম একটা সময় কাটছে তাঁর। প্রতিটি মুহূর্ত নতুনভাবে ধরা দিচ্ছে তাঁর কাছে। বললেন, ‘সত্যিই, এ অনুভূতির কোনো তুলনা নেই। বাসার সবাই এখন আমাকে নিয়ে সিরিয়াস। সবাই আমার ব্যাপারে এখন অনেক বেশি আন্তরিক। পুরো সময়টাও আমি বেশ উপভোগ করছি। তবে সবার কাছে দোয়া চাই, সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়।’

জিনাত সানু স্বাগতা
ছবি : স্বাগতার সৌজন্যে

স্বাগত তাঁর ফেসবুকে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন এই দম্পতি, সেদিনই এসব স্থিরচিত্র তোলা হয়। স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী, জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। হাসান আজাদ সংগীতজগতের সঙ্গেই যুক্ত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। ২০২৩ সালের আগস্ট–সেপ্টেম্বরে তাঁদের পরিচয। একসঙ্গে কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন স্বাগতা।