তাঁর সঙ্গে আড্ডার স্মৃতি ভোলার নয়

মাসুদ আলী খান ও মোস্তফা সরয়ার ফারুকী। কোলাজ

বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান আর নেই। গতকাল ৯৫ বছর বয়সে রাজধানীতে নিজ বাড়িতেই ঘুমের মধ্যে মৃত্যু হয় তাঁর। সাত দশকের অভিনয়জীবন তাঁর। কাজ করেছেন অনেক নির্মাতার সঙ্গেই। প্রথম আলোকে মাসুদ আলী খানকে নিয়ে স্মৃতি জানিয়েছেন মোস্তাফা সরয়ার ফারুকী।

মাসুদ আলী খান নির্মাতা ফারুকীর দুই ধারাবাহিকে অভিনয় করেন। সেই স্মৃতি মনে করে ফারুকী বলেন, ‘“আমার একান্নবর্তী” ও “৬৯” ধারাবাহিকে অভিনয় করেছেন। একজন অভিনেতা হিসেবের বাইরে উনি আমার ভাই ছিলেন, বন্ধু ছিলেন। তাঁর সঙ্গে আড্ডার প্রতিটা স্মৃতি ভোলার নয়।’

আরও পড়ুন

আলাপে আলাপে মাসুদ আলী খানকে নিয়ে ফারুকী জানান প্রয়াত এই অভিনেতা তাঁর কত বড় ভরসা ছিলেন।

মাসুদ আলী খান। কবির হোসেন

ফারুকী বলেন, ‘একটা কথা আমি কখনো কোথাও বলিনি। উনি যখন র‍্যাংগসে চাকরি করতেন, একদিন তাঁর অফিসে গিয়ে আমার এক শর্টফিল্মে তাঁকে অভিনয়ের প্রস্তাব দিই। তখন আসলে আমি কিছুই বানাইনি। ওই শর্টফিল্মটা আর বানানো না হলেও তাঁর অফিসে এরপর থেকে প্রায়ই যেতে থাকলাম। প্রায়ই দুপুরে ভাত খেতে যেতাম ভাইয়ের অফিসে। এই ঢাকা শহরে আমার যতগুলো ভাত খাওয়ার জায়গা ছিল, তার মধ্যে ভাইয়ের অফিস ছিল একটি।’

আরও পড়ুন