তিন বাপ–বেটা এখন আমেরিকাতেই থাকি...

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। উঠে আসে তারকাদের মনের কথা। এসব পোস্টে কেউ মনের অব্যক্ত ভাব প্রকাশ করেছেন, কেউ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন পারিবারিক স্মৃতি। কখনো প্রতিবাদেও সবর হন তারকারা। একনজরে দেখে নিতে পারেন তারকাদের মনের কথা...
১ / ৫
এস আই টুটুল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তাঁর সন্তানেরা থাকলেও নিয়মিত দেখা হওয়ার সুযোগ কম। তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘তিন বাপ–বেটা এখন আমেরিকাতেই থাকি। শ্রেয়াস একটা গাড়ি কোম্পানিতে ডিরেক্টর সেলস অ্যান্ড ফাইন্যান্স আর আরশ পড়ছে কিংস হাইস্কুলে গ্রেড নাইনে। এখানে আমার নিজের একটা স্টুডিও আছে, যেখানে সব ইকুইপমেন্ট হাইলি প্রফেশনাল। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন।’
ছবি: ফেসবুক
২ / ৫
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন অভিনেত্রী ঈপ্সিতা শবনম শ্রাবন্তীও। নিয়মিত তাঁকে মজার ভিডিও পোস্ট করতে দেখা যায়। এবার তিনি বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কিছু সুবিধাবাদী আছে আমার বন্ধু তালিকায়। এদের আনফ্রেন্ড করব নাকি রেখে দেব। এরা অভিনয়ে অনেক কাঁচা।’
ছবি: ফেসবুক
৩ / ৫
সাম্প্রতিক সময়ে বেশ আগের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনয়শিল্পীদের। তেমন একটি ছবি পোস্ট করে সুষমা সরকার লিখেছেন, ‘কোনো এক নিকটবর্তী অতীতে সন্ধ্যা নামার খানিক আগে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
গায়িকা সালমা ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম দিয়ে ভক্তদের মন জয় করে নেন। এই গায়িকা ক্যারিয়ারে নিয়মিত হওয়ার সময়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও দিলাম।’
ছবি: ফেসবুক
৫ / ৫
বন্যাকবলিত জেলা লক্ষ্মীপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা খায়রুল বাসার। অন্যদের মতো তিনিও গিয়েছিলেন সহযোগিতা করতে। সেখান থেকে ঢাকায় ফিরেছেন। এই অভিনেতা স্থানীয় এক শিশুর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে যদি রেখে আসতে পারতাম তাদের জন্য।’
ছবি: ফেসবুক