বিচার চান অভিনয়শিল্পী কলাকুশলীরাও

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায় ‘মব জাস্টিস’। ‘মব জাস্টিসের’ ঘটনায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়। এ ঘটনায় সোচ্চার হয়েছেন দেশের শিল্পী ও কলাকুশলীরা। নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। দেখুন ছবিতে।
১ / ৫
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ভাত! ভিডিওটি দেখতে পারলাম না, সম্ভব না, অজান্তেই ঠিকরে পানি পড়ছে চোখ বেয়ে! আমরা কি মানুষ?’ ছবি: ফেসবুক
২ / ৫
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘এত কথার দরকার নাই, রাজশাহী, ঢাবি, জাবি, মব জাস্টিসের নাম ধরে যারা মব ভায়োলেন্স করেছে, তাদের বিচার চাই।’
ছবি: ফেসবুক
৩ / ৫
পরিচালক অঞ্জন আইচ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এভাবে …চেয়ে থেকে, খেয়ে শেষে, মরে যেতে যেতে আমাদের মেরে রেখে অন্ধকারে চলে গেল, বেঁচে গেল সে।
ছবি: ফেসবুক
৪ / ৫
চিত্রনাট্যকার মানস পাল লিখেছেন, ‘“বউ দৌড়” নামে একটি ধারাবাহিক নাটকে অভিনেতা শামীম জামান ভাইয়ের মুখে একটা ডায়ালগ দিয়েছিলাম, নাটকে যেটা তার মুদ্রাদোষ ছিল, “সবই আবেগের ব্যাপারস্যাপার! মনের মধ্য আবেগ একবার ডাউনলোড হইয়া গেলে তো কিছু করার নাই।” বেশ জনপ্রিয় হয়েছিল ডায়ালগটা। এত দিন আবেগে অনেক কিছুই হয় জানতাম কিন্তু মানুষ হত্যাও করা যায়, জানতাম না। ছিঃ!’
৫ / ৫
অভিনেতা আল-আমিন সবুজ। এই অভিনেতা দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন জানত না এটাই তার জীবনের শেষ খাবার। তোফাজ্জল যে একজন মানসিক ভারসাম্যহীন তা ওর খাবার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। একজন খুনি কখনোই কোনো দলের হতে পারে না। খুনিদের কোনো দল নেই। কোনো ভাষা নেই বলার।’
ছবি: সংগৃহীত