বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ থেকে পদত্যাগ চেয়ে আরশের আবেদন
সপ্তাহখানেক আগে বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটি গঠিত হয়। ১৫ সদস্যের এই কমিটি গঠনের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যে আজ রোববার জানা গেল, ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ থেকে তরুণ অভিনয়শিল্পী আরশ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আরশ খান এ নিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুকে প্রজ্ঞাপন পোস্ট করে সরে দাঁড়ানোর ব্যাপারে যুক্তি দাঁড় করিয়েছেন।
আরশ খান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি।’ তবে প্রেক্ষাপটের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে তাঁকে যোগ্য মনে করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশন সংশ্লিষ্টদের প্রতিও। আরশ খান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহাদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত, এ সম্মান বয়ে বেড়াব সারা জীবন।’
‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ থেকে সরে আসার কারণ হিসেবে আরশ খান লিখেছেন, ‘আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি এবং সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব, আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ এবং দেশের মানুষের জন্য সব সময় নিয়োজিত থাকব। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।’